হাসান: বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা/২০০৯ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি গঠিত হয়। এই বিষয়ে আবার ২০১৭ সালে সরকার কর্তৃক অনুমোদিত প্রবিধানমালা/২০০৯ এর কিছু প্রবিধির সংশোধনী গেজেট প্রকাশ করে যার ফলে উক্ত প্রবিধানমালা আরও অধিকতর সুস্পষ্ট হয়। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে হাসানুজ্জামান নামে একজনকে সভাপতি করে একটি অবৈধ কমিটিকে বৈধ করে পাইয়ে দেয়ার পায়তারা/সুপারিশ করছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক দিদারুল ইসলাম । ইতিমধ্যে শুরু করেছেন বিতর্কিত কমিটির সভাপতি হাসানুজ্জামান এর সাথে গোপন বৈঠক। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার আয়না পুর উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত কমিটির বেশ কিছু অনিয়মের অভিযোগ আসে আমাদের হাতে। এরপর শুরু হয় ছায়া অনুসন্ধান। অনুসন্ধানে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায় বিদ্যালয়ের কমিটির সভাপতি গঠিত হতে যে নির্বাচন হয়েছে সেটি করা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে।যেটি বাংলাদেশ সরকারের তথা শিক্ষা মন্ত্রনালয়ের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর প্রবিধি পরিপন্থী একটি কাজ।এসব বিষয়ে জানতে কথা বলি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামালের সাথে। তিনি প্রতিবেদককে জানান আপনার অভিযোগটি আমলে নিয়ে আমরা জেলা শিক্ষা অফিসারকে প্রধান করে একটি তদন্ত দিবো। তদন্ত দেওয়ার পর কথা বলি তদন্ত কর্মকর্তা জেলা শিক্ষা অফিসার রেজুয়ান আহমেদ এর সাথে। তিনি প্রতিবেদককে বলেন আমরা সরেজমিন পরিদর্শন করে প্রতিটি অভিযোগের সত্যতা পেয়েছি। বিদ্যালয়ের কমিটির সভাপতি গঠন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে।এছাড়া নির্ধারিত তারিখে অভিভাবক নির্বাচন অনুষ্ঠিত হয়নি।যাহা কোন ধরনের পূনঃ তফসিল ছাড়া পরবর্তী সময়ে অনুষ্ঠিত হয়েছে। আমরা তদন্ত প্রতিবেদন জমা করে দিয়েছি বোর্ডে। এখন সিদ্ধান্ত দেবে বোর্ড। জানতে চাওয়া হয় তদন্তের মাধ্যমে যে তথ্য পাওয়া গিয়েছে তার পরও এই কমিটি অনুমোদন পাওয়ার কোন বৈধতা রাখেন কি না? । উত্তরে তিনি বলেন বাংলাদেশ সরকারের কমিটি সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী এই কমিটি অনুমোদন পাওয়ার কোন ধরনের বৈধতা রাখেন না।এটি সম্পূর্ণ একটি অবৈধ কমিটি। কথা বলি গাজী হাসান কামালের সাথে। তিনি প্রতিবেদককে জানান আমরা ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। অথচ এই অবৈধ কমিটিকে বৈধ করতে মরিয়া হয়ে উঠেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক দিদারুল ইসলাম। কিন্তু কেন?,। হাসানুজ্জামানের সাথে কি এমন সখ্যতা তার? অনুসন্ধান করতে গিয়ে বের হয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায় অনুমোদনহীন কমিটির স্বাক্ষর ব্যাবহার করে পরিচালনা করা হচ্ছে বিদ্যালয়ের সকল ব্যাংকিং কার্যক্রম। যাহা নিশ্চিত করেছেন ব্যাংক কর্মকর্তা।আর একটু গভীরে যাওয়ার পর অনুসন্ধান টিমের হাতে যে তথ্য এসেছে তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমরা। টাকার বিনিময়ে নাকি চাকরি দিতে পারেন সভাপতি হাসানুজ্জামান। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগের জন্য ইতিমধ্যে শুরু করেছেন অর্থ বানিজ্য। এগারো লক্ষ টাকা চুক্তিতে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটি অংশপ্রদান করেছেন বিদ্যালয় পরিদর্শককে যাতে তিনি কমিটি অনুমোদন পাইয়ে দেয়ার ব্যাপারে আইনি অপব্যাখ্যা বা সুপারিশ করেন চেয়ারম্যানকে।দিদারুল ইসলামের ময়মনসিংহ শহরে নিজের নামে কোটি টাকার ফ্ল্যাট বিলাসবহুল জীবনযাপন তার দূর্নীতিপরায়নতারই স্বরুপ। দীর্ঘ দিন পার হয়ে যাওয়ার পরও কোন ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়নি আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের কমিটির। কিন্তু কেন?,।এ দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের দাবি এই অবৈধ কমিটিকে বাতিল ঘোষণা করে পুনরায় সরকারের প্রবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ তৈরি করতে আমরা ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর প্রতি অনুরোধ জানাই। এ দিকে নিয়োগের নামে শুরু করেছেন অর্থ বানিজ্য। টাকার বিনিময়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কতটুকু সমর্থন করে জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার পাতায়। আসছে দ্বিতীয় পর্বে।
Leave a Reply