পার্থপ্রতিম ভদ্র, ফরিদপুর: শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাধীন ডিঙ্গামানিক গ্রামের শিকদার রিয়েল এস্টেট কর্তৃক উচ্ছেদ করা সংখ্যালঘু অসহায় তিন বোনের পাশে দাঁড়ালেন ফরিদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন শরীয়তপুর ডিঙ্গামানিক গ্রামের অসহায় ভিটেমাটি হারা তিন বোন পচা আলু খেয়ে জীবন ধারণ করছেন বলে একটি স্ট্যাটাস চোখে পড়ে, ফরিদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক ভবতোষ বসু রায় ও অলোক সেন ও ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুন মন্ডল।
এরপর তারা খোঁজ নিয়ে জানতে পারেন যে প্রয়াত ব্যবসায়ী জয়নুল হক সিকদার এর বাগান বাড়ি বানাতে ওই হিন্দু পরিবারকে তাদের নিজস্ব জমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। সেখানে তাদের ৪১ শতাংশ জমির উপর দুটি টিনের ঘর ছিল যাতে তারা বসবাস করত। বর্তমানে তারা ডিঙ্গামানিক গ্রামের একটি মুসলিম পরিবারে রান্নাঘরে১০০০ ঢাকা ভারা নিয়ে খুব কষ্টে জীবন-যাপন করছে যা খুবই হৃদয়বিদারক।
এ তথ্য জানার পর ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তাদের জন্য চাল ডাল তেল সহ নিত্যপ্রয়োজনীয় খাবার ও পরিধেয় বস্ত্র ও নগদ অর্থ নিয়ে গতকাল রবিবার ভবতোষ বসু রায়ের নেতৃত্বে একটি টিম শরীয়তপুর ডিঙ্গামানিক গ্রামে যায় এবং অসহায় তিন বোনের সঙ্গে সাক্ষাৎ করেন। এবং তাদের আশ্বস্ত করেন তাদের জন্য তারা কাজ করবেন যাতে তারা তাদের পৈত্রিক ভিটা মাটি ফেরত পায়। এবং তাদেরকে আশ্বস্ত করেন যে বর্তমান চলার জন্য আর্থিক সহায়তা দিবেন যা দিয়ে তারা চলতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভবতোষ বসুরায় সাধারণ সম্পাদক অলোক সেন, উপজেলা সদস্যসচিব অনুপ তরফদার, রাম মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুন মন্ডল ও সংস্কৃতিক সম্পাদক পার্থপ্রতিম ভদ্র(গৌতম) দৈনিক বাংলা ৭১ এর ফরিদপুর জেলা প্রতিনিধি দিলীপ চন্দ, প্রথম আলো শরীয়তপুর জেলা প্রতিনিধি সত্যজিৎ ঘোষ সহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শরীয়তপুরের নেতৃবৃন্দ।
Leave a Reply