শুভ বসাক জয় (স্টাফ রিপোর্টার) :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
আজ শুক্রবার ফজরের নামাজের পর সেতুমন্ত্রীর শ্বাসপ্রশ্বাসের সমস্যা হচ্ছিল। তাঁকে দ্রুত বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে পরীক্ষা করেন চিকিৎসকেরা।
বিএসএমএমইউ সূত্র জানায়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে সকালে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।
Leave a Reply