ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান বিল্লুকে পরাজিত করে বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ইরফান। টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে ইরফান পেয়েছেন ৪ হাজার ১৬১ ভোট। তার নিকটতম হাসান বিল্লু মিষ্টি কুমড়া প্রতীক পেয়েছে ১ হাজার ৫ ভোট।
হাজী সেলিম ঢাকা-৭ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। ১৯৯৪ সালে পুরান ঢাকা ২টি ওয়ার্ড থেকে তিনি কমিশনার নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে তিনি ঢাকা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য হন হাজী সেলিম। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হন তিনি।
Leave a Reply