মোঃ ফরিদুল ইসলাম ভোলা :
আজ ৩১শে জানুয়ারি প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আবুল কালাম আজাদ এর শুভ জম্মদিন। জম্মদিন উপলক্ষ্যে শতশত ভক্তদের শুভেচ্ছা বার্তায় শিক্ত হয়েছেন গুণি এ লেখক। আবুল কালাম আজাদ মূলতঃ সমাজের নানা অসঙ্গতি ও সমসাময়িক বিষয়াবলী তুলে আনেন তার লেখায়। ইতিমধ্যে তার লেখা- “ঘুমন্ত বিবেক ও বাণিজ্যিক মানবতা” শিরনামে একটি বই প্রকাশিত হয়েছে যা পাঠক সমাজে ব্যাপক সমাদৃত হয়েছে। বইটি অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এর ৫৯৩, ৫৯৪, ৫৯৫ নাম্বার প্যাভিলিয়নে পাওয়া যাবে। এছাড়াও তিনি জাতীয় “দৈনিক আজকের আলোকিত সকাল” এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন দক্ষ সাংবাদিক সংগঠক হিসেবেও ব্যাপক পরিচিতি লাভ করেছেন, নেতৃত্ব দিয়েছেন কয়েকটি সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে। নিজের জম্মদিন উপলক্ষ্যে তিনি তার ফেসবুকে ভক্তদের উদ্দেশ্যে গতকাল রাতে একটি স্ট্যাটাস দেন তা হুবহু তুলে ধরা হলোঃ আমার জম্মদিন আমার ভাবনা!
সার্টিফিকেট অনুযায়ী ৩১শে জানুয়ারি আমার জম্মদিন। ফেসবুকের নোটিফিকেশনের কারণে ইতিমধ্যে অসংখ্য আগাম শুভেচ্ছা এসেছে ইনবক্সে। যারা যারা আমাকে জন্মদিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং জানাবেন সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। কিছু মেসেজ সত্যিই অনেক আবেগের ভালো লাগার।
বয়স যত বাড়তে থাকে জন্মদিন নিয়ে মানুষের আগ্রহ ব্যস্তানুপাতে কমে যেতে থাকে। তখন নিজের জন্মদিন নিয়ে আগ্রহ কমে যায়, নতুন জন্মের প্রতি আগ্রহ বাড়ে। বাচ্চাদের জন্মদিনে নিজের কাছে যে পরিমাণ আনন্দ লাগে নিজের জন্মদিনে ততটা আনন্দ লাগে না বরং কেমন জানি একটা বিষাদ কাজ করে মনে। প্রতিবছর শুভাকাংখী বন্ধুবান্ধব মিলে আমার জম্মদিন পালন করে, এবছর থেকে স্বিদ্ধান্ত নিয়েছি সেভাবে আর জম্মদিন পালন করবোনা। আমার কাছে জম্মদিন মানে মৃত্যুর দিকে একধাপ এগিয়ে যাওয়া। কি করলাম বিগত দিনে, ভাবলে জম্মদিনের আনন্দ নয় অশ্রু আসে চোখে।
অনেক দিন ধরেই মনে হচ্ছে নতুন প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি আমরা, কি পাচ্ছে ওরা আমাদের থেকে। ভয় লাগে যখন মনে হয় ওদের দেখা ভবিষ্যতের স্বপ্নগুলো এবং সেগুলো বাস্তবায়নের পথটা খুবই অদ্ভুত ও দুর্ভোগের হতে পারে। অন্য দেশ নিয়ে চিন্তা করি না, চিন্তাটা নিজের দেশ নিয়ে। দেশের মানুষ ও ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে।
একটি শিশু আমাদের দেশে এখন সুন্দর স্বপ্ন নিয়ে বড় হয় না। চিন্তা ভাবনা খুব অদ্ভুত। কোন কিছু করার আগেই চিন্তা করে ফেলে এটায় লাভ কি হবে! গেইম খেলে কেননা গেইমের আইডি বিক্রি করে নাকি টাকা কামাই করছে তার ক্লাসমেট কেউ। যে বয়সে একটা বাচ্চা মাঠে খেলার কথা চিন্তা করবে, চিন্তা করবে বড় হয়ে এটা করবে ওটা করবে, কিংবা স্বপ্ন দেখবে এখানে যাওয়ার-ওখানে ঘুরার, মনে থাকবে হাজারও প্রশ্ন সেই বয়সে সেই বাচ্চা গেইম খেলে টাকা কামাই করার স্বপ্ন দেখে, ফেইসবুক পেইজ খুলে চিন্তা করে কিভাবে টাকা আয় করবে! খুবই উদ্ভট একটা অবস্থা। এর থেকে আমাদের বের হয়ে আসা খুব দরকার। নয়ত ভবিষ্যত প্রজন্মের কাছে আমরা খুব অপরাধী হয়ে থাকবো।
আমি নিয়মিত চিন্তা করি কোনভাবে এ থেকে বের হওয়া যায় কিনা। সবাই যদি চিন্তা করতে থাকি আমরা হয়ত কোন সমাধানের পথ খুঁজে পাব। তবে চিন্তা করে পথ খুঁজে পাওয়া না গেলে সবাই মিলে সচেতন হলে এবং চেষ্টা করলে অবশ্যই অবস্থার উন্নতি হবে। ছাড়া-ছাড়া ভাবে অনেকেই ভাবে অনেককিছু। কিন্তু সামষ্টিকভাবে কাজ না করলে, সবাই চেষ্টা না করলে দিন দিন অবস্থা খারাপই হতে থাকবে। ভয় লাগে অচিরেই ঘরে ঘরে হয়ত আমরা দেখব নানান ব্যাধি, অন্যায়-অবিচারের হাত থেকে হয়ত কেউই রেহাই পাবো না, মানসিকভাবে বিকলাঙ্গ ও মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হবো আমরা। যার যার অবস্থান থেকে আমাদের কাজ করা প্রয়োজন। নয়ত নিজেদের ভবিষ্যত প্রজন্ম যখন প্রশ্ন করবে, কি কারণে তাদেরকে এমন একটা পরিবেশে বড় করলাম আমরা, তাদের জন্য রেখে গেলাম এমন একটা পৃথিবী, তখন উত্তর দেয়ার কিছু থাকবে না। হাসপাতাল যদি কপালে জুটে তাহলে রুক্ষ বিছানায় শুয়ে শূন্য দৃষ্টি মেলে বসে থাকতে হবে।
আসুন নিজেরা ভালো কিছু করার চেষ্টা করি, সচেতন হই। সুন্দর একটি পৃথিবী আসুক নতুনদের জন্য, আমাদের জন্য। একটি সুন্দর আগামীর প্রত্যাশায়, আমার জম্মদিনে ধন্যবাদ সবাইকে!
Leave a Reply