ক্রাইম রিপোর্টার (নেত্রকোনা)ঃ
নেত্রকোণার আটপাড়ায় “স্মার্ট ভূমি সেবা ভূমি মন্ত্রণালয়” এই স্লোগানকে সামনে রেখে ২২ মে (সোমবার) উপজেলা ভূমি অফিসের আয়োজনে ২০২৩ ভূমি সেবা সপ্তাহ পালিত হয়। সেবা সপ্তাহ চলমান থাকবে ২৮ মে পর্যন্ত। উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম। উদ্বোধন শেষে এ উপলক্ষে উপজেলা হল রুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ ও সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী মো: মাসুম বিল্লাহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এবং বানিয়াজান সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ খানসহ অন্যান্য কর্মকর্তাগণ প্রমূখ।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা নিশ্চিত কল্পে প্রতিদিন গণ শুনানি গ্রহণ করা হবে এবং উপজেলা সকল ভূমি কর্মকর্তাদের মাধ্যমে সকল স্তরের জনসাধারণের মধ্যে এই সেবার বিষয়টি অবহিত করা হবে।
Leave a Reply