আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোণার আটপাড়ায় ৬ মে (শনিবার) স্যানিটারি ইন্সপেক্টর মো: আমিরুল ইসলাম সকালে প্রতিদিনের রুটিন কাজের অংশ হিসেবে ব্রুজের বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। বেশ কয়েকটি দোকান থেকে প্রায় ২ বস্তা নকল ও মেয়াদ উত্তীর্ণ জর্দ্দা জব্দ করেন। যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। জব্দকৃত মালামাল মগড়া নদীর তীরে সকলের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এছাড়া ৪ মে (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে স্যানিটারি ইন্সপেক্টর সাহেব আটপাড়া উপজেলা প্রেসক্লাব মোড়ে বারহাট্টা গামী একটি মটর চালিত অটোরিক্সায় অভিযান চালিয়ে ৩ বস্তা নকল ও মেয়াদ উত্তীর্ণ জর্দ্দার প্যাকেট ও কৌটা জব্দ করেন। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। সহকারী কমিশনার (ভূমি) মো: মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে জব্দকৃত মালামাল বিনষ্ট করা হয়। উভয় অভিযানকালে উপস্থিত ছিলেন, আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ব্যবসায়ী জানান, ব্রুজের বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে ভারতীয় অবৈধ চিনিসহ বিভিন্ন অবৈধ মালামাল একটি চক্রের মাধ্যমে ক্রয়-বিক্রয় হয়ে থাকে।
Leave a Reply