শিরোনাম :
কাউন্সিলর গিয়াস সরকারের অনুসারীদের হামলা মারধর লুটপাট, দখলবাজি প্রতিবাদে মানববন্ধন সাদুল্লাপুরে দাদা নাতীনের অবৈধ সম্পর্ক,  নাতীনের পেটে সন্তান , দাদা গ্রেফতার ঠাকুরগাঁওয়ে আদালতে বিচারপ্রার্থীদের দূর্ভোগ লাঘবে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন সড়কে চলাচলে কূটনীতিকদের  নিরাপত্তা নিতে হলে টাকা পরিশোধ করতে হবে প্রধানমন্ত্রীকে এরদোয়ানের ফোন নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন (ইসি) কি ব্যবস্থা  নিয়েছে তা জানতে চেয়েছে জাপান সাংবাদিকদের উদ্দেশ্যে যা বললেন আইজিপি  দুর্নীতি ঢাকতে সংবাদকর্মীকে মারধর ; সরকারি দপ্তরে ৮ ঘন্টা অবরুদ্ধ দিঘলিয়ার ফায়ার সার্ভিসের সময়োপযোগী পদক্ষেপে বড় ধরণের অগ্নি দুর্ঘটনার থেকে রক্ষা পেল পথের বাজার দিঘলিয়ায় জামান জুট মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ওজোপাডিকো কর্মকর্তা লাঞ্চনার শিকার
আদালতে নিষ্পত্তির অপেক্ষায় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের হাজার হাজার মামলা

আদালতে নিষ্পত্তির অপেক্ষায় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের হাজার হাজার মামলা

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) হাজার হাজার মামলা অর্থঋণ ও অন্য আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ওই মামলার পরিমাণ ১৭ হাজার ৪৩২টি। আর তাতে আটকে রয়েছে ১০ হাজার ৬৩২ কোটি টাকা। অভিযোগ রয়েছে, ওই টাকার একটি বড় অংশ প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তা পরিচালকরা নানা জালিয়াতি করে লোপাট করেছে। তাছাড়া নামে-বেনামে আর বিভিন্ন অব্যবস্থাপনায় দেয়া ঋণগুলোও ফেরত আসছে না। ওই কারণে প্রতিষ্ঠানগুলো অর্থ আদায়ে বাধ্য হয়ে মামলা করেছে। আর ওই অঙ্ক প্রতিষ্ঠানগুলোর মোট খেলাপি ঋণের চেয়েও বেশি। বর্তমানে দেশে ব্যাংকবহির্ভূত ৩৪টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো ৬৭ হাজার ১১৪ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। তার মধ্যে খেলাপি হয়ে গেছে ১০ হাজার ৩২৮ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১৫ দশমিক ৩৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, আদালতে খেলাপি ঋণ আদায়ে মামলার স্তূপ জমলেও কাক্সিক্ষত নিষ্পত্তি নেই। বছরের পর বছর ঝুলে রয়েছে ওসব মামলা। ফলে আর্থিক প্রতিষ্ঠান খাতে সঙ্কট ঘনীভূত হচ্ছে। ঋণখেলাপি রাঘববোয়ালরা আদালতে মামলাগুলো ঝুলিয়ে রেখে বহাল তবিয়তে দেশের ব্যবসা ও রাজনীতিতে দাবড়ে বেড়াচ্ছে। তাদের অনেকেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালক হয়ে বছরের পর বছর নেতৃত্ব দিচ্ছে। এমন সংকট নিরসনে মামলার দীর্ঘসূত্রতা কমানো জরুরি। আর তা করতে না পারলে ভবিষ্যতে সংকট মহামারি আকার ধারণ করবে। আর ইচ্ছাকৃত ঋণখেলাপিরা তার সুবিধা লুটবে।
সূত্র জানায়, চলতি বছরের জুন পর্যন্ত অর্থঋণ আদালত ও অন্যান্য আদালতে দায়ের করা মামলার সংখ্যা (ক্রম পুঞ্জীভূত) ২৮ হাজার ২০৭টি। আর ওসব মামলার বিপরীতে অর্থের পরিমাণ ১২ হাজার ৮৯০ কোটি ৮৮ লাখ টাকা। তার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১০ হাজার ৭৭৫টি মামলা। সেখানে অর্থের পরিমাণ ছিল ২ হাজার ২৫৭ কোটি ৯৭ লাখ টাকা। আর জুন শেষে বিচারাধীন মামলা রয়েছে ১৭ হাজার ৪৩২টি। ওসব মামলার বিপরীতে অর্থের পরিমাণ ১০ হাজার ৬৩২ কোটি ৯১ লাখ টাকা। সাধারণত যেসব খেলাপি ঋণ আদায়ের সম্ভাবনা কম থাকে, সেগুলো আদায়ের জন্যই এনবিএফআইগুলো আদালতে মামলা করে থাকে। যদিও পুনঃতফসিল, পুনর্গঠন, এককালীন পরিশোধসহ গত এক দশকে ঋণখেলাপিদের জন্য একাধিক বিশেষ সুবিধা দেয়া হয়েছে। কিন্তু তারপরও তারা ঋণ পরিশোধ করছে না। বরং ক্রমাগতভাবে বেড়েছে খেলাপি ঋণ। আর দু-একটি ঘটনা ছাড়া ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদাহরণও তেমন নেই। এমন পরিস্থিতিতে মামলাজট কমাতে স্পেশাল কোর্ট চালু করার পাশাপাশি সরকারের পক্ষ থেকে খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এনবিএফআই-সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞরা।
সূত্র আরো জানায়, মামলা নিষ্পত্তির জন্য আইনে একটা সময় বেঁধে দেয়া আছে। কিন্তু মামলা বেশি হওয়ায় মামলার তারিখ অনেক সময় নিয়ে নির্ধারণ করা হচ্ছে। তাতে দীর্ঘসূত্রতায় মামলা ঝুঁলে আছে। তাছাড়া মামলা নিষ্পত্তির প্রক্রিয়া বেশ লম্বা, বিচারক ইচ্ছা করলেও রায় দিতে পারেন না। ওই কারণে বছরের পর বছর মামলা নিয়ে ঘুরতে হচ্ছে। আর করোনার কারণে দীর্ঘদিন কোর্ট বন্ধ থাকায় ওই সমস্যা আরো বেড়েছে। এমন পরিস্থিতিতে যদি স্পেশাল কোর্ট না দেয়া হয় তাহলে সমস্যা আরো অনেক বড় হবে। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য স্পেশাল কোর্টের বিকল্প নেই।
এদিকে দেশে নতুন আর্থিক প্রতিষ্ঠান আইন হচ্ছে। সেখানে ইচ্ছাকৃত খেলাপিকে চিহ্নিত করে সরকার শাস্তি দেবে। ইচ্ছাকৃত খেলাপিরা বিদেশ যেতে পারবে না। তাদের পাসপোর্ট জব্দ করা হবে। রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও তাদের বাদ দেয়া হবে। ওসব আইন যদি কার্যকর করা যায়, তাহলে আইনি প্রক্রিয়া কিছুটা সহজ হবে। আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ আদায়ে সাধারণত চার ধরনের আদালতে গ্রাহকের বিরুদ্ধে মামলা দায়ের করে। আদালতগুলো হলো অর্থঋণ আদালত, দেউলিয়া আদালত, সার্টিফিকেট আদালত ও দেওয়ানি আদালত। তার মধ্যে অর্থঋণ আদালতেই বেশির ভাগ মামলা করা হয় এবং ওই আদালতেই এনবিএফআই-এর বেশির ভাগ অর্থ আটকে আছে।
অন্যদিকে এ প্রসঙ্গে বিএলএফসিএ-এর ভাইস চেয়ারম্যান ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানির (আইআইডিএফসি) ব্যবস্থাপনা পরিচালক গোলাম সরওয়ার ভূঁইয়া জানান, মামলা বাড়ছে কিন্তু কোর্টের সংখ্যা বাড়েনি। ওই কারণে মামলাজট লেগে আছে। ব্যাংক, বিমাসহ পুরো আর্থিক খাতের লাখ লাখ মামলা একই কোর্টে পরিচালিত হচ্ছে।
অন্যদিকে এ প্রসঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) চেয়ারম্যান ও আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মমিনুল ইসলাম জানান, বিপুল অঙ্কের টাকা আটকে থাকার জন্য মূলত দায়ি ইচ্ছাকৃত ঋণখেলাপিরা। কারণ মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে তারা বাধা দেয়। আদালত থেকে বারবার স্টে অর্ডার বা স্থগিতাদেশ নিয়ে মামলা নিষ্পত্তি করতে দেয়া না। ফলে শুধু বছর নয়, যুগের পর যুগ ঝুলে থাকে ওসব মামলা। টাকা আদায়ে ১৯৯৯ সালে করা একটি মামলার চূড়ান্ত রায় আজও পাওয়া যায়নি। এমন অবস্থায় ইচ্ছাকৃত খেলাপিদের পাসপোর্ট জব্দ করে বিদেশ যাওয়া বন্ধ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে তাদের সব সুযোগ-সুবিধা বাতিলের পাশাপাশি সামাজিকভাবেও বয়কট করতে হবে। তা না হলে টাকা আদায় করা সম্ভব হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত