মোহাম্মদ মনির: আনোয়ারায় সোমবার (৩ফেব্রুয়ারি) রাত দেড় ১টায় বন্য হাতির আক্রমনে দেবী রানী দে (৪৫) নামে এক হিন্দু মহিলা নিহত হয়েছে।
নিহত মহিলা উপজেলার ১নং বৈরাগ
ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের হিন্দুপাড়ার অরুন কান্তি দে এর স্ত্রী ।
স্থানীয় সূত্র জানা গেছে,গভীর রাতে বন্য হাতি এসে বাড়ির আশেপাশে ভাংচুর শুরু করে।হাতির আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য পরিবারের অপরাপর সদস্যরা পালিয়ে রক্ষা পেলেও হাতির পায়ে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই দেবী রাণী দে মারা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবাইর বলেন,হাতির আক্রমনে মৃত্যু হচ্ছে তা বন বিভাগকে জানানো হয়েছে।
Leave a Reply