মোহাম্মদ মনির,কর্ণফুলী প্রতিনিধি :
আনোয়ারা উপজেলার কৈনপুরা লোকনাথ ধাম মন্দিরে আজ রবিবার (৫জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজাম উদ্দিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত নিজাম আনোয়ারার চাতরী ইউনিয়নের শিকদার বাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৈনপুরা লোকনাথ ধাম মন্দিরের টিনের চালার ওপর কাজ করছিল নিজাম। কাজ করার সময় হাতের সঙ্গে লোহার এঙ্গেল বিদ্যুতায়িত হয়ে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় নিজাম। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply