মোহাম্মদ মনির,কর্ণফুলী প্রতিনিধি ::
চট্টগ্রামের আনোয়ারা পারকি সৈকতের একটি রিসোর্ট থেকে ১২জন তরুণ-তরুণীকে আটক করেছে কর্ণফুলী থানাধীন বন্দর ফাড়িঁর একটি টিম। সোমবার(২৪ফেব্রুয়ারি) দুপুর ২টার দিককে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,পারকি রিসোর্ট হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে
এমন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান পরিচালনা করে ১২জন তরুণ-তরুণীকে আটক করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, অবৈধ কার্য্যকালাপ অবস্থায় ১২ জন তরুণ তরুণীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রজু করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ৬ মে একই রিসোর্ট থেকে ছয়জনকে এবং ১২ অক্টোবর ১০জনকে আটক করেছিল পুলিশ।
Leave a Reply