বিপ্লব শেখ :
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের সরকার মার্কেট এলাকায়, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র প্রায় (৫০০) পাঁচশত পরিবারের মাঝে দুধ, চিনি, সেমাই ও নগদ অর্থসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার দুপুরের দিকে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নুরুল আমিন সরকারের অফিস কার্যালয়ে এই ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান (এমপি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ এনামুর রহমান বলেন, দীর্ঘ এক মাসের সংযম সাধনার শেষে আনন্দময় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সমাগত। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, ভাই, বোন,বন্ধু,ও সকল মুসলিম জাতিসহ, দেশবাসী শুভানুধ্যায়ী—সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি আরও বলেন, পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে—এমনই প্রত্যাশা। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি—মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ হলো ঈদ।
ঈদুল ফিতরের আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ-গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।
বক্তব্য শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান ডাঃ এনামুর রহমান এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকার, আশুলিয়া থানা যুবলীগের অন্যতম সদস্য কাউসার ভূঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, আমিনুল ইসলাম সরকার ও আব্দুস সালামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলী, হকার্স লীগ, ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply