শিরোনাম :
দে‌বিদ্বার পৌর নির্বাচন; নৌকার মনোনয়ন পেতে কেন্দ্রে যাচ্ছে ৮ নাম জরুরী বিজ্ঞপ্তি নেত্রকোণায় সাব রেজিষ্ট্রি অফিসে চলছে জাল দলিলের মহৎসব ; চলছে তদন্ত উত্তরায় বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন‘র ঢাকা অফিস উদ্বোধন আটপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ আটপাড়ায় সরকারি ভূমি হতে মাটি উত্তোলন আবেদনের এক বছরেও প্রতিবন্ধী শিমু‘র ভাগ্যে মেলেনি প্রধানমন্ত্রী উপহারের ঘর নওগাঁয় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে মাদ্রাসা শিক্ষক হারুন সাময়িক বরখাস্ত কাউন্সিলর গিয়াস সরকারের অনুসারীদের হামলা মারধর লুটপাট, দখলবাজি প্রতিবাদে মানববন্ধন সাদুল্লাপুরে দাদা নাতীনের অবৈধ সম্পর্ক,  নাতীনের পেটে সন্তান , দাদা গ্রেফতার
আহ্ছানিয়া এন্টারপ্রাইজ এর উদ্যোগে বিজয় দিবস পালিত

আহ্ছানিয়া এন্টারপ্রাইজ এর উদ্যোগে বিজয় দিবস পালিত

পারুল আক্তার :

গত ১৭ই ডিসেম্বর ২০২১ এল. এম. এস ফ্যাক্টরির পূর্ব পাশে বাইপাস বাসন গাজীপুর মহানগরে আহ্ছানিয়া এন্টারপ্রাইজ এর উদ্যোগে মহান বিজয় দিবস উৎযাপন করা হয়। উক্ত আলোচনা সভায় গুনিজন ও আলোকিত মানুষদের মাঝে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এ আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন আলোকিত মানুষ মো: সাইফুল ইসলাম, ১নং যুগ্ন আহবায়ক, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আসরাফুল আলম। প্রধান আলোচক মো: নাসিরুল হক। উদ্বোধক ছিলেন দেলোয়ার হোসেন। বরেণ্য অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, শহীদুল ইসলাম, আজিজুর রহমান, আলাউদ্দিন খান, ইব্রাহীম খান, সিদ্দিকুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন, খাইরুল হোসাইন, আতিক, ইউসুফ, ইউনুস আলী, পনির, রাজিব সরকার, মনির হোসেন, মিন্টু, মফিজ, মতিন মোল্লা, সাইফুল সরকার, বাসির মোল্লা, নজরুল, কোফিল, মস্তাফিজুর, সেলিম মাহমুদ, ইকবাল হোসেন, হেলাল, শামীম, আসিফ, বাচ্চু মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন ইসমাইল হোসেন, বদরুজ্জামান, নয়ন, রফিকুল ইসলাম, সুমন মোল্লা, বাদল, মাসুদ রানা, রিদয়, হিরন, নাসির পালোয়ান, রানা মজুমদার, ইশমে আজম। অনুসঠানের প্রধান আলোচক আলহাজ্ব মোঃ নাসিরুল হক, সভাপতি, বাংলাদেশ ওয়ার্ছী ফাউন্ডেশন ও স্বত্ত্বাধিকারী আহছানিয়া এন্টারপ্রাইজ- তঁার বক্তৃতায় তিনি বলেন আমি ছাত্র জীবন থেকে রাজনিতি করে আসছি। ১৯৮৭ সালে আ.ক.ম মোজাম্মেল হক সাহেবকে ও ১৫০ জন কর্মী নিয়ে ধানমন্ডী ৩২ এ যাই। তিনি বলেন, এ দেশের পাকিস্তানি হানাদার বাংালীদের রক্ত শোসন করছিলো আর তাদের রক্তের যোগান দিতে গড়ে উঠেছিলো রাজাকার আলবদর, আল সামস বাহিনী । আর এই পাকিস্তানি শোসক দের হাত থেকে বাংালীদের বাঁচানোর জন্য লড়েছেন শেখ মুজিবর রহমান। গর্জে উঠেছিলো তার বলিসঠ কন্ঠে- “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”। নাসিরুল হক আরো বলেন- শেখ মুজিব বলেছেন আমরা আয়োতনে ছোট হতে পারি, মানুষীকতায় অনেক বড়, আমরা আমাদের দেশকে স্বাধীন করেই নিয়েছি। কিন্তু ওই রাজাকার আলবদরের দোষর খালেদা জিয়া ও জামাতি ইসলাম স্বাধীনতার স্বাদ গ্রহণ করছেন ঠিকি। কিন্তু সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না । কিন্তু আজো বেঁচে আছে উচ্চকরিয়া শীর (কুন্ঠে বাহে আইসো সবাই) জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করিয়া দেশকে বাঁচাই । রাজাকার বাহিনী ও তার দোষর খালেদাজিয়ার হাত থেকে জালাও পোড়াও এর রাজনিতি থেকে জনগণ ও দেশকে বাঁচাই। নাসির বলেন যতো দূর স্মভব তাইতো আমি ৬ জন বীর মুক্তিযদ্ধাকে ডেকেছি এবং সম্মানিত করেছি।। প্রহান অতিনি : জনাব মোঃ সাইফুল ইসলাম , ১ নং আহবায়ক, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ।

প্রধান অতিথির আলোচনায় সাইফুল ইসলাম বলেন- আমার বাপ দাদা চাচারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। কেউ শহীদ হয়েছেন, কেউ মুক্তি পেয়েছেন আমি তাদেরই বংশধর। আমি বাপ- দাদার কাছে লোমহর্ষক কথাগুলো শুনে মনেহয় আমি কেনো যুদ্ধ করিনি!! তাই আমি আজ ১৬ ই ডিসেম্বরের মহান বিজয় দিবসে সবাইকে জানিয়ে দিয়েছি ১০০ গৃহহীন মানুষকে গৃহ নির্রমান করে দিয়েছি। এভাবেই আমি দেশে যুদ্ধ করে যাচ্ছি। ১৬ ই ডিসেম্বর ২০২১ ইং, রোজ : শুক্রবার, বিকেল ২.৪৫ ঘটিকায়, এল.এম.এস ফ্যাক্টরির পাশে ৫০০ জন লোকের তবারক বিতরন করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত