শিরোনাম :
নরসিংদীতে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড রূপগঞ্জে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের  লোডশেডিং, জনজীবন অতিষ্ঠ  কোনো স্বৈরাচারী সরকারই নিজেদের অস্তিত্ত্বকে টিকিয়ে রাখতে পারেনি: মির্জা ফখরুল মধুখালীতে ট্রেনে কাটা পরে একজনের আত্মহত্যা ফরিদপুরের নগরকান্দায়  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ঔষধ ব্যবসায়ীকে জরিমানা  যায়যায়দিনের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে  নীলফামারীর ডোমারে আলোচনা সভা খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত দে‌বিদ্বার পৌর নির্বাচন; নৌকার মনোনয়ন পেতে কেন্দ্রে যাচ্ছে ৮ নাম জরুরী বিজ্ঞপ্তি নেত্রকোণায় সাব রেজিষ্ট্রি অফিসে চলছে জাল দলিলের মহৎসব ; চলছে তদন্ত
আড়াই বছর ধরে বন্ধ থাকার পর প্লাটিনাম জুবিলী জুট মিলসের ফরচুন গ্রুপ মালিকানা পেল

আড়াই বছর ধরে বন্ধ থাকার পর প্লাটিনাম জুবিলী জুট মিলসের ফরচুন গ্রুপ মালিকানা পেল

সৈয়দ জাহিদুজ্জামানঃ
খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস আড়াই বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকার পর মালিকানা পরিবর্তন হয়েছে। মালিকানা পেয়েছে ফরচুন গ্রুপ। খুলনার প্লাটিনাম জুট মিলসহ দেশে ২৫টি জুট মিলস নানা কারণ দেখিয়ে সরকার বন্ধ করে দেয়। খট খট ও শো শো শব্দের পরিবর্তে এখানে এখনও সুনশান নীরবতা। নেই শ্রমিকদের কোলাহল। নেই শ্রমিকদের মিলে আহবানের বাঁশির ডাক।
গত ৫ এপ্রিল(২০২৩) বাংলাদেশ পাটকল করপোরেশন বিজেএমসি’র অধীনে থাকা প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড সরকারি নীতিমালা অনুযায়ী ফরচুন গ্রুপের কাছে হস্তান্তর করার বিষয় এবং চুক্তিনামার শুভেচ্ছা স্বরূপ বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান মোঃ রাহাত আনোয়ার এবং চারজনের গ্রুপ চেয়ারম্যান মিজানুর রহমানের উপস্থিতিতেই চুক্তিনামা সম্পন্ন হয়।
উল্লেখ্য, আর্থিক ক্ষতির কারণে আড়াই বছর আগে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীনে থাকা ২৫টি সরকারি পাটকল বন্ধ করে দেওয়া হয়। যার মধ্যে খুলনার ছিল ৮টি। সরকার ২০২১ সালের এপ্রিলে এ মিলগুলোর মধ্য হতে ১৭টি মিল বেসরকারি খাতে বিভিন্ন মেয়াদের জন্য ইজারা দেয়ার সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় এরই মধ্যে দরপত্রের মাধ্যমে খুলনার প্লাটিনাম জুট মিল ও দৌলতপুর জুট মিলের ইজারা সম্পন্ন হয়েছে। গোল্ডেন ফাইবার অস্ট্রেলিয়া পিটিওয়াই লিমিটেড দৌলতপুর জুট মিলের ও ফরচুন সুজ প্লাটিনাম জুট মিলের ইজারা পেয়েছে। এদিকে মিলগুলো চালুর খবরে এ মিলগুলোতে এক সময়ে কর্মরত শ্রমিকেরা স্বস্তি প্রকাশ করলেও বেসরকারিভাবে চালু হওয়ায় সঠিক মজুরি নিয়ে কিছুটা শঙ্কা শ্রমিক ও নেতাদের মাঝে বিরাজমান।
খালিশপুর এলাকার শ্রমিকেরা ইতোমধ্যে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা সাংবাদিকদের জানিয়েছেন, তারা তাদের পরিবার পরিজন নিয়ে বাসাবাড়িতে চলার মত মানানসই মজুরী চান। সেটি দিলে আমাদের কোনো আপত্তি থাকবে না। নতুন যে মালিক হবেন, আশা করি তারাও আমাদের সে সব সুযোগ সুবিধা দিয়েই চালাবেন। তারা যদি খুলনায় ব্যক্তি মালিকানায় পরিচালিত জুট টেক্সটাইল মিল মালিকগুলোর মত ৮ ঘণ্টা কাজ করিয়ে ২৫০ টাকা মজুরি দেন, তাহলে তো আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারব না। আমাদের উপর জুলুম করা হবে। বর্তমানে একজন দৈনিক দিন মজুরের দাম ৬/৭’শ টাকা।
                                                             
খুলনার পাট সুতা বস্ত্র কল শ্রমিক কল্যাণ কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোঃ খলিলুর রহমান বলেন, আমরা চাই সবশেষ মজুরি কমিশন অনুযায়ী আমাদের মজুরি দিয়ে মিলের কার্যক্রম চালিয়ে যাওয়া হোক।
প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেডের প্রকল্প প্রধান বলেন, মে মাসের মধ্যে সরকারি নীতিমালা অনুযায়ী ফরচুন গ্রুপের কাছে হস্তান্তর করা হবে, আশা করি, দ্রুতই এটি চালু হবে।
এদিকে মিলগুলো চালুর খবরে আশাবাদী খুলনা অঞ্চলের পাট ব্যাবসায়ীরাও। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী বলেন, সরকারি ও বেসরকারি মিলগুলো চালু হওয়ায় আমরা খুশি। এসময় তিনি আরও মিল কারখানা গড়ে ওঠার প্রত্যাশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এ দুইটি মিল চালু হলে অন্তত পাঁচ হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে। আর সরকারের এ যুগান্তকারী শ্রমিক বান্ধব সিদ্ধান্ত এ অঞ্চলের কর্মহীন মানুষের কর্মের সুযোগ সৃষ্টি হবে। আরো নতুন নতুন শিল্প কল কারখানা গড়ে উঠবে। আর সরকারের এ সিদ্ধান্ত হবে এ অঞ্চলে আগামীতে শিল্প উন্নয়নের মহাসড়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত