শিরোনাম :
খুলনা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত ও যানজটমুক্ত ঘোষণা দিয়ে মেয়র প্রার্থী খালেকের নির্বাচনী ইশতেহার রূপগঞ্জের ইছাপুরা ব্রীজ-দুর্গামন্দির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন মানুষের গণতান্ত্রিক অধিকার অক্ষুন্ন রাখতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী নরসিংদীতে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড রূপগঞ্জে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের  লোডশেডিং, জনজীবন অতিষ্ঠ  কোনো স্বৈরাচারী সরকারই নিজেদের অস্তিত্ত্বকে টিকিয়ে রাখতে পারেনি: মির্জা ফখরুল মধুখালীতে ট্রেনে কাটা পরে একজনের আত্মহত্যা ফরিদপুরের নগরকান্দায়  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ঔষধ ব্যবসায়ীকে জরিমানা  যায়যায়দিনের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে  নীলফামারীর ডোমারে আলোচনা সভা খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
ইউক্রেন সীমান্তে রাশিয়ার শক্তি বৃদ্ধির প্রতিক্রিয়ায় ন্যাটোর জাহাজ প্রেরণ

ইউক্রেন সীমান্তে রাশিয়ার শক্তি বৃদ্ধির প্রতিক্রিয়ায় ন্যাটোর জাহাজ প্রেরণ

আন্তর্জাতিক ডেস্ক: নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) সোমবার জানায় যে, তাদের সদস্য দেশগুলো, পূর্ব ইউরোপে আরো জাহাজ ও যুদ্ধবিমান পাঠাচ্ছে। ইউক্রেন সীমান্ত জুড়ে রাশিয়ার সামরিক শক্তিবৃদ্ধির প্রতিক্রিয়া হিসেবে এমনটা করা হচ্ছে।

ন্যাটোর এক বিবৃতিতে একাধিক দেশ থেকে সামরিক বাহিনী মোতায়েন বা অতিরিক্ত সৈন্য ও সরঞ্জাম পাঠানোর বিবেচনার বিষয়টি উল্লেখ করা হয়। দেশগুলোর মধ্যে ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্র রয়েছে।

ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, সকল মিত্রদের নিরাপত্তা দিতে ও রক্ষা করতে ন্যাটো সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে, যার মধ্যে জোটটির পূর্ব অংশে প্রতিরক্ষা জোরদার করার বিষয়টিও অন্তর্ভুক্ত। আমাদের নিরাপত্তা আবেশের কোনো অবনতি হলে, আমরা সবসময়ই তাতে সাড়া দেব, যার একটি অংশ হল আমাদের সামষ্টিক প্রতিরক্ষা জোরদার করা।

ক্রেমলিনের মুখপাত্র দ্যিমিত্রি পেসকভ, যুক্তরাষ্ট্র ও তাদের ন্যাটো মিত্রদের বিরুদ্ধে উত্তেজনা বৃদ্ধির অভিযোগ করেছেন।

যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কিয়েভে অবস্থিত তাদের দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের ইউক্রেন ছাড়তে নির্দেশ দিয়েছে। রাশিয়ার সম্ভাব্য সামরিক পদক্ষেপের কারণে এমন আদেশ দেয়া হয়েছে বলে জানানো হয়।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত আমলে নিলেও, তাতে অসন্তোষ জানিয়েছে।

মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো সোমবার টুইটারের মাধ্যমে বলেন, যদিও আমরা অন্যান্য রাষ্ট্রের নিজেদের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিতের অধিকারকে শ্রদ্ধা করি, তবুও আমাদের বিশ্বাস, এমন একটি পদক্ষেপ প্রয়োজনের আগে নেয়া হচ্ছে ও এটি অতিরিক্ত সতর্কতার লক্ষণ।

ওয়াশিংটনে রোববার সন্ধ্যায় এমন সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করা হলে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদকর্মীদের বলেন যে রাশিয়া ইউক্রেনে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে এমন খবরের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত