চলতি মাসেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।
মার্কিন প্রেসিডেন্টের সফর নিয়ে গত মাস থেকেই জল্পনা ছিল। ইমপিচমেন্ট প্রক্রিয়া শেষ হওয়ায় এবার আর তাতে কোনও বাধা রইল না।এদিন একটি টুইট করে হোয়াইট হাউস জানায়, “ফেব্রুয়ারির ২৪-২৫ তারিখ ভারত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এই সফরে দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত হবে। ভারত ও আমেরিকার মানুষের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা আরও মজবুত হবে।”
গত জানুয়ারি মাসের ১৬ তারিখ ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছিল যে, মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা চলছে। তবে মার্কিন কংগ্রেসে ইমপিচমেন্ট প্রক্রিয়া চলায় ট্রাম্পের সফর ঘিরে খানিকটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
গত বছর হিউসটনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠান চলাকালীন ট্রাম্পকে সপরিবারে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি।
এছাড়াও জানা গিয়েছিল, গত মাসের ৭ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয় প্রেসিডেন্ট ট্রাম্পের। সেই সময় ট্রাম্পকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানান মোদি। তারপরই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা। সূত্র: এনডিটিভি
Leave a Reply