আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানিকে (৭৫) গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার মাজানদারান প্রদেশের বাবুলসার শহরের একটি ব্যাংকে এই ঘটনা ঘটে। নিহত সোলেইমানি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের অন্যতম সদস্য ছিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন, তা বাছাই করেন এই অ্যাসেম্বলির সদস্যরা।
মাজানদারান প্রদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ‘আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানি আজ সকালে (বুধবার) সশস্ত্র হামলায় নিহত হয়েছেন। তবে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।’
ইরনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাবুলসার শহরের একটি ব্যাংকে এই হামলা হয়। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
মাজানদারান প্রদেশের গভর্নর মাহামুদ হোসেইনিপুর টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, হামলাকারী ব্যাংকের একজন নিরাপত্তাকর্মী। তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেখা গেছে এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল না।’
Leave a Reply