শিরোনাম :
খুলনায় ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল রাক্ষসের আক্রমণে ক্ষতবিক্ষত নাবালিকা শিশু নিবার্চনী আচরণবিধি ভঙ্গ করে ওসকানীমূলক বক্তব্যের দায়ে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার ঢাকা-১৯ আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল দিঘলিয়ায় ইজিপিপি বিলের অতিরিক্ত অর্থ উত্তোলনের সাড়ে ছেষট্টি লক্ষ টাকা পড়ে আছে শ্রমিকদের হাতে নওগাঁ জেলার ৬টি আসনে সর্বমোট ৫৫জন মনোনয়ন পত্র দাখিল শেরপুরের তিনটি আসনে মনোনয়ন জমা দিলেন ২২ জন প্রার্থী দিঘলিয়ায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠান ঝিনাইদহে দুই মাদক কারবারীর কারাদন্ড মধুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি 
উখিয়ার কুতুপালং ক্যাম্পের ৬ রোহিঙ্গা রামুতে আটকঃ ১ মাস করে সাজা

উখিয়ার কুতুপালং ক্যাম্পের ৬ রোহিঙ্গা রামুতে আটকঃ ১ মাস করে সাজা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি। কক্সবাজারের রামু উপজেলার ফঁতেখার কুল ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে  গোয়েন্দা সংস্থা কর্তৃক ৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে রামু উপজেলা গেইটের উত্তরে বড়ূয়া পাড়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, উখিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্পের সুলতান আহম্মদের পুত্র রাইহাবুল্লাহ (২২) মোঃ আলীর পুত্র মোঃ রহিম উল্লাহ (১৭) আহাম্মদ হোছাইনের পুত্র আবু বক্কর ছিদ্দিক (২৮) ইউনুছ আহম্মদের পুত্র সব্বির আহম্মদ (১৯) ওসমান আহম্মদের পুত্র মোঃ ফোরকান (২০) আলী আহম্মদের পুত্র মোঃ জাবেদ (১৮)।আটক রোহিঙ্গা ফোরকান জানান,কুতুপালং টমটম চালকের সাথে প্রতি জন ৪০০ টাকা ভাড়ায় রামু বাইপাস এনে দেওয়া চুক্তি করেন। সেখানে আসার পথে রামুর কিছু ছিন্তাইকারী তাদের টমটম গাড়ীটি জিম্মি করে রামুর বড়ূয়া পাড়া নিয়ে তাদের মারধর করে দুইটি ২৪ হাজার টাকা দামের মোবাইল সেট ও নগদ ২ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।দ্রুত ত্বক সাদা হয়, প্রতিদিন ২ বার ব্যবহার করুন।রামুর দায়িত্বে থাকা এক বিশেষ সংস্থার সদস্য  জানান,উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্প থেকে তারা পালিয়ে আসার সংবাদের ভিত্তিতে আটক করতে সক্ষম হই।এর পর আটককৃতদেরকে রামু উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার প্রনয় চাকমার আদালতে হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালতের দঃবিঃ ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক তাদেরকে ১ মাসের সাজা প্রদান করেন।একই দিন বিকাল ৫ টায় পুলিশ সাজা প্রাপ্ত ৬ রোহিঙ্গাকে কারাগারে প্রেরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা জানান,গ্রামে ছড়িয়ে-ছিটিয়ে পড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত থাকবে। কোন রোহিঙ্গাকে রামু এলাকায় পাওয়া গেলে, আইন শৃংখলা বাহিনীকে সোপর্দ করার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত