কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে। আহত হয়েছেন বিজিবির ১সদস্য। ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, একটি বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও রোহিঙ্গা পরিচয় পত্র উদ্ধার করা হয়েছে।সোমবার (৬জানুয়ারী) ভোর সাড়ে ৩টা নাগাদ এ ঘটনা ঘটে। ‘বন্দুকযুদ্ধে’ বিজিবির এক সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি।নিহতরা হলেন মৃত সুলতান আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৮) এবং মোঃ আবু সৈয়দের ছেলে মোঃ হেলাল উদ্দিন (২০)। তারা উভয় উনচিংপ্রাং সি/৫ ব্লক রোহিঙ্গা শিবির-২২ এর বাসিন্দা।কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, উখিয়া পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়ীরবিল এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার চালান অনুপ্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা ফাঁড়ীরবিল এলাকায় অবস্থান নেয়। ভোর সাড়ে ৩ টা নাগাদ ৫-৬ জন লোক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি থামার সংকেত দিলে তারা বিজিবিকে গুলি ছোঁড়ে এতে বিজিবির এক সদস্য আহত হয়। বিজিবি পাল্টা গুলি ছোঁড়লে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়।ঘটনাস্থল হতে ২০ হাজার পিস ইয়াবা, একটি বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও একটি রোহিঙ্গা পরিচয় পত্রসহ গুলিবিদ্ধ দুই জনকে উদ্ধার করে উখিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।তিনি আরো জানান, নিহতদের কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply