কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টার পরির্দশন করেছেন প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাহিদ হোসেন। প্রতিমন্ত্রী রোহিঙ্গা শিশুদের বিভিন্ন দাবী দাওয়া মনোযোগ সহকারে শুনেন। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে রোহিঙ্গা ক্যাম্প পরির্দশন করেন। এ সময় রোহিঙ্গা শিশুরা বলেন লার্নিং সেন্টারে আসার জন্য ইনিফর্ম দেওয়ার অনুরোধ করেন। প্রতিমন্ত্রী বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে কথা বলেন। সকাল সাড়ে ১১টার দিকে উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরির্দশন করেন। এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হলে প্রাথমিক শিক্ষকদের আন্তরিক ভাবে কাজ করতে হবে। শিক্ষকদের সকল দাবী দাওয়া পূরণ করবে বলে আশ্বাস দেন। এ সময় উপস্থি শিক্ষকরা রোহিঙ্গা ভাতা চালু করার দাবী করেন। মন্ত্রী সাথে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রতন কান্তি পন্ডিত, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল আলম, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমিনুল এহেসান খান, উখিয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন আকন্দ, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, এছাড়া ইউনিসেফ দাতা সংস্থা, এনজিও সংস্থার প্রতিনিধিরা।
Leave a Reply