এস. ইসলাম : রাজধানীর উত্তরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি- মোঃ শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক- মোঃ জহুরুল ইসলামের উদ্যেগে মহান মে দিবস জাক-জমক পূর্ণ ভাবে পালিত হয়েছে।
প্রধান কার্যালয়ে উত্তরখানে হযরত শাহ্ কবির (রঃ) মাজার প্রাঙ্গনে এসে মাষ্টারবাড়ী, মাদারবাড়ী, চালাবন, আটিপাড়া, মৈনারটেক, গবিন্দপুর, চামুরখান ও চানপাড়া শাখার নির্মাণ শ্রমিক একত্রিত হয়। এরপর তারা বিভিন্ন স্থান সহ আব্দুল্লাহপুর, উত্তরা, আজমপুর, হাউজবিল্ডিং, জসিমউদ্দিন, বিমান বন্দর, দক্ষিণ খান বাজার হয়ে র্যালী গুলো আবার হযরত শাহ্ কবির (রঃ) মাজার প্রাঙ্গনে একত্রিত হয়।
এসময় উত্তরার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর-জয়নাল আবেদীন, উপদেষ্টা- দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার সম্পাদক মোঃ মোখলেছুর রহমান মাসুম, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান মিলন , নুরুল আমিন অরুণ, মীর শরীফ, সাংবাদিক শহিদুল ইসলাম, গাজী আব্দুর রউফ, এম, এ হানিফ, গাজী আমিনুর রহমান বিল্টু, মোঃ জজ মিয়া, মৈনারটেক শাখার সভাপতি মোঃ আলী হোসেন কাজী, সাধারণ সম্পাদক- সোহেল আকন্দ, সি. সহ-সভাপতি ফারুক মিয়া, সহ-সভাপতি মোঃ এরশাদ মিয়া, মাজার শাখা ইউনিটের সহ-সভাপতি আমিনুল ইসলাম, চামুরখান ও গবিন্দপুর শাখার সভাপতি- আবুল হোসেন, সাধারণ সম্পাদক- আবুল কালাম সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। র্যালী শেষে রাত্রে বাংলার বিখ্যাত বাউল শিল্পী বাবু সুনিল কর্মকার, ক্বারী বারেক বৈদেশী ও আনোয়ার সরকার সহ অন্যান্য শিল্পীরা বাউল গান পরিবেশন করেন বাউল গানের তালে তালে দর্শক মূখরিত হন।
Leave a Reply