শহিদুল ইসলামঃ উত্তরায় ১৭নং সেক্টরে মানব বন্ধন করেছে অস্থায়ী রুয়ার বাজার দোকানদার মালিকরা। চাল, ডাল, মাছ-মাংস, তরী-তরকারীসহ সকল খাদ্যদ্রব্য ক্রয় বিক্রয় হয় এই বাজারে। কিছু অসৎ ব্যক্তি একটি কুচক্র মহলের সাথে আতাত করে মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করে বাজারের দোকানদারদেরকে বিভ্রান্ত করছে। যাতে করে কোনক্রমেই এই মিথ্যা বানোয়াট তথ্য পরিবেশন করে সংবাদ ছাপানো না হয় এর জন্য বাজারের দোকানদারগণ দাবী জানান। বাজারটি ছাড়া ১৭নং সেক্টরে অন্য কোন বাজার নেই। বাজারটি রাজউক এর পরিত্যক্ত জায়গায় আছে বলে ক্রেতা-বিক্রেতা সূলভ মূল্যে ক্রয়-বিক্রয় করতে পারছে। বাজারের রফিকুল ইসলাম রুস্তম, বিল্লাল হোসেন, কবির হোসেন, আকলিমা আক্তারসহ বাজার দোকানদাররা বলেন- “রাজউক এর এই পরিত্যক্ত জায়গায় যতদিন পর্যন্ত তাদের কোন প্রকল্পের কাজ না করবে ততদিন পর্যন্ত দোকানদারদের জীবন জীবিকা নির্বাহের জন্য ব্যবসা-বাণিজ্য করার দাবী জানান তারা।
Leave a Reply