ষ্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা ১১ নং সেক্টর কল্যাণ সমিতি আয়োজনে বিজয় দিবস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কল্যাণ সমিতির সভাপতি ডাঃ মঈন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের তিনবারের নির্বাচিত জনপ্রতিনিধি এ্যাড. সাহারা খাতুন এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- আজ মহান বিজয় দিবস, এ বিজয় অর্জন করতে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। স্বাধীনতার অর্জনের চেয়ে রক্ষা করা খুব কঠিন কাজ। আমাদের সবার সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র করছে। আজকের এই দিনে ১১ নং সেক্টর কল্যাণ সমিতি এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, এজন্য আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুর রহমান, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফসার উদ্দিন খান, ৪৯, ৫০, ৫১ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জাকিয়া সুলতানা, ৫১ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ ইফতেখার হোসেন জুয়েল সহ আরো অনেকে।
Leave a Reply