শিরোনাম :
ঝিনাইদহ-১ আসনে এনপিপি থেকে মনোনয়ন জমা দিলেন আনিচ শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা গাইবান্ধা-৩ আসনের পলাশবাড়ীতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন প্রার্থী বগুড়া-৩ আসনে আওয়ামীলীগ জাপাসহ ১৬ জনের মনোনয়নপত্র দাখিল ঝিনাইদহ-৪ আসন থেকে ৫জন  প্রার্থীর মনোনয়নপত্র জমা খুলনায় ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল রাক্ষসের আক্রমণে ক্ষতবিক্ষত নাবালিকা শিশু নিবার্চনী আচরণবিধি ভঙ্গ করে উসকানীমূলক বক্তব্যের দায়ে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার ঢাকা-১৯ আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল দিঘলিয়ায় ইজিপিপি বিলের অতিরিক্ত অর্থ উত্তোলনের সাড়ে ছেষট্টি লক্ষ টাকা পড়ে আছে শ্রমিকদের হাতে
উদার আকাশ বইমেলা বিশেষ সংখ্যা উদ্বোধন করলেন উচ্চ শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায়

উদার আকাশ বইমেলা বিশেষ সংখ্যা উদ্বোধন করলেন উচ্চ শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায়

সংবাদদাতা, কলকাতা:

উদার আকাশ কেবল পত্রিকা নয়, আত্মমর্যাদার অভিজ্ঞান। উদার আকাশ কেবল স্লোগান নয়, সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার। উদার আকাশ দিচ্ছে ডাক, ঘরে ঘরে ক্যা-(সিএএ) বিরোধী চেতনা পৌঁছে যাক।

বিভেদকামী শক্তিকে প্রতিহত করতে জোটবদ্ধভাবে কালা কানুন রুখবার জোরদার আওয়াজ তুলেতে বদ্ধপরিকর ‘উদার আকাশ’।

কলকাতা সেন্ট্রাল পার্কে ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বইমেলার সাংস্কৃতিক মঞ্চে ‘উদার আকাশ’ পত্রিকার বইমেলা বিশেষ সংখ্যাটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায়।

এদিন আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ পত্রিকাটি ড. পার্থ চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কলকাতা বইমেলার কর্ণধার ত্রিদিব চট্টোপাধ্যায় ও সুধাংশু শেখর দে। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ও বিশিষ্ট লেখক ড. অভীক মজুমদার, সাংসদ দোলা সেন, বাংলাদেশের কবি ও অধ্যাপক ড. পাবলো শাহি ও ফিরোজা বেগম প্রমুখ।

এদিন “উদার আকাশ” বইমেলা বিশেষ সংখ্যা উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায় বললেন, “উদার আকাশ-এর সঙ্গে আমার সম্পর্ক অনেকদিনের। তাদের পত্রিকাকে আজকে মানুষের কাছে উদ্বোধন করে নিশ্চই ভালো লাগছে। পত্রিকার সম্পাদক অত্যন্ত সাংগঠনিক লোক। লেখা পছন্দ করে, লেখা ভালবাসে। খুব চেষ্টা করে যাতে মানুষের কাছে ভালো লেখা পৌঁছে দেওয়া যায়। আমি তার সর্বাঙ্গীণ উন্নতি কামনা করি এবং পত্রিকার সাফল্য কামনা করি।”

‘উদার আকাশ’ পত্রিকার সহ সম্পাদক মৌসুমী বিশ্বাস ও রাইসা নূর। আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২০ বিশেষ সংখ্যায় বহু গুরুত্বপূর্ণ প্রবন্ধ-নিবন্ধ-গল্প সহ অনান্য বিষয়ে লেখা প্রকাশিত হয়েছে।

সম্পাদকীয়তে ক্যা (সিএএ) বাতিল করার আহ্বান নিয়ে সুদৃঢ় প্রস্তাব তুলে ধরেছেন সম্পাদক।

সম্প্রীতির উদ্ভাসিত চেতনায় সমৃদ্ধ ও মননশীল একটি বিশেষ রচনা লিখেছেন মইনুল হাসান। তাঁর লেখার বিষয় ‘বাঙালি ও মুসলমান’।

সিএএ-এনআরসি বাতিল করতেই হবে এই দাবীতে চমৎকার প্রবন্ধ লিখেছেন সাংবাদিক মিলন দত্ত।

দেশ ভাগের কথা তুলে ধরেছেন লেখক ও সমাজকর্মী ড. মীরাতুন নাহার।

স্মরণ বিভাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে অসাধারণ আলোচনা করেছেন অধ্যাপক ড. তরুণ মুখোপাধ্যায় ও ড. শেখ রেজাওয়ানুল ইসলাম।

বিজ্ঞান বিষয় নিয়ে জরুরি পরামর্শ দিয়ে কলম ধরেছেন উপাচার্য অধ্যাপক ড. বাসব চৌধুরী।

এছাড়াও বিশিষ্ট গুণীজনেরা নানা বিষয়ে নানা বৈচিত্র্যময় প্রবন্ধ লিখেছেন, যা বর্তমান সঙ্কটকালে বাঙালি মানসকে সমৃদ্ধ করবে। সম্প্রীতির অটুট বন্ধন ধরে রাখতে ‘উদার আকাশ’ পত্রিকা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিগত ১৯ বছর ধরে।

স্মরণ বিভাগে নবনীতা দেবসেনকে নিয়ে মূল্যবান আলোচনা করেছেন বিশিষ্ট প্রাবন্ধিক ও অধ্যাপক ড. সাইফুল্লা।

সোহারাব হোসেনকে নিয়ে আলোচনা করেছেন প্রবীর মন্ডল।

বিস্মৃতি বরেণ্য তিলকা মাঝি ও বুধু ভকতকে নিয়ে মূল্যায়ন করেছেন পূর্ণিমা রায়।

আমরা-ওরার খোঁজে বাস্তবতার ছবি তুলে ধরে তুলনাহীন নিবন্ধ লিখেছেন অধ্যাপিকা ড. রৌসনারা খাতুন।

অস্তিত্বের সঙ্কট নিয়ে কলম ধরেছেন প্রমথনাথ সিংহরায়। তাঁর প্রবন্ধের বিষয় ধ্বংস ও সৃষ্টি, দুইয়েরই ধারক-গণতন্ত্র।

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংবিধানের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার পবিত্রতাকে জোটবদ্ধভাবে রক্ষা করার কথা সুস্পষ্ট বর্ণনা করেছেন লেখক।

বাংলা গণসংগীতের সূত্রধর কাজী নজরুল ইসলাম বিষয়ে মূল্যবান আলোকপাত করেছেন গবেষক ড. রুবেল আনছার।

সোনা বন্দ্যোপাধ্যায় লিখেছেন বিশিষ্ট সমাজকর্মী ও লেখক মুশরেফা হোসেনকে নিয়ে। শিল্পপতি মোস্তাক হোসেনের সু্যোগ্যা অনুসারী মুশরেফা হোসেন।

এছাড়াও দুর্দান্ত প্রবন্ধ লিখেছেন ড. সব্যসাচী চট্টোপাধ্যায়, শুভেন্দু মন্ডল, পঙ্কজ সরকার, আজাহার হোসেন, সুদীপ্তা খেরসা, শান্তনু প্রধান প্রমুখ।

হজরত মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে নিয়ে মনোগ্রাহী আলোচনা করেছেন একরামূল হক শেখ।
মনে দাগ কাটার মতো গল্প লিখেছেন নলিনী বেরা, মোশারফ হোসেন, হারাধন চৌধুরী, সৈয়দ রেজাউল করিম, কুমারেশ চক্রবর্তী, দিলীপ পাল, সবিতা দত্ত, পিয়ালী সিংহ রায়, মনসুর আলী গাজী।

শ্রীলঙ্কা দেশ ঘুরে ভ্রমণ কাহিনি লিখেছেন মুনমুন সেন ঘোষ।

ধর্ম-কর্ম নিয়ে আলোচনা করেছেন সুধীরচন্দ্র পাল।

বিশেষ রচনা, কবিতা, গল্প, প্রবন্ধ, স্মরণ, বিশেষ আলোকপাত, দৃষ্টিকোণ, ভ্রমণ কাহিনি, অণুগল্প, অস্তিত্বের সঙ্কট, বিশেষ নিবন্ধ,ধর্ম-কর্ম, গ্রন্থ আলোচনা, সাক্ষাৎকার, অনুবাদ গল্প সহ একাধিক বিষয় নিয়ে ‘উদার আকাশ’ সাহিত্য সংস্কৃতির প্রসার ঘটাতে সচেষ্ট হয়েছে।

অণুগল্পে সম্প্রীতির চিরকালীন বন্ধনের কথা, মাতৃত্বের এক অপূর্ব সৌন্দর্য্যের চিত্র ফুটিয়ে তুলেছেন অরূপ বন্দ্যোপাধ্যায়।

অনুবাদ গল্প লিখেছেন মবিনুল হক। তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার-প্রাপ্ত লেখক। উর্দু সাহিত্যিক খালিদ তুরের লেখা গল্প
অনুবাদ করে দেখিয়েছেন গল্পে মানবতার উৎকর্ষ কত গভীরে।

কবিতা লিখেছেন বিশিষ্ট কবি সুবোধ সরকার থেকে পাবলো শাহি, সৈয়দ মাজহারুল পারভেজ, আহমেদ ফারুক,সুকান্ত দাশ, আবদুস শুকুর খান, অজিত বাইরী, মজিদ মাহমুদ, দেবাশিস সাহা, আ.হ.ম. ফয়সল, অশোক পাল, দুলাল সুর, সম্পা সরকার, অমিতাভ মীর, মনোয়াজ বিশ্বাস, নজরুল খান, প্রবীর ঘোষ রায়, আবদুর রব খান, সুব্রতা ঘোষ রায়, আমীর আজম খান, অংশুমান চক্রবর্তী, চৈতালী বসু, ইভা চক্রবর্তী, মীনাক্ষী রায়চৌধুরী, জাহাঙ্গীর মিদ্দে, উজ্জ্বল মির্জা, সোনালী ঘোষ, সোহিনী রায়, শুক্লা বন্দ্যোপাধ্যায়, অঞ্জন আচার্য, প্রত্যুষা সরকার, তৈমুর খান, শমিত মণ্ডল, আরফিনা, মৃগাঙ্ক গুহ, কুশল চক্রবর্তী, সাথী মন্ডল, পলিয়ার ওয়াহিদ, হরিশঙ্কর কুন্ড, তাহমিনা শিল্পী, রাজকুমার শেখ, গৌর গোপাল পাল, নিবিড় সাহা, ঝুমা সরকার, দেবদাস, ঊষালতা মিশ্র, ফারুক আহমেদ প্রমুখ।

ভারত বাংলাদেশের কবিরা বেশ কিছু উচু মানের কবিতা দিয়ে পত্রিকার মান বাড়িয়েছেন।

ভারত বাংলাদেশ মৈত্রী অটুট রাখতে দুই দেশের লেখকরাই মূলত কলম ধরেছেন।

নাট্যভাবনা নিয়ে আলোচনা করেছেন মৌসুমী বিশ্বাস।

দুর্দান্ত প্রচ্ছদ এঁকেছেন বাংলাদেশের “প্রিয় মুখ প্রকাশন”-এর প্রকাশক, কবি, সাহিত্যিক ও শিল্পী আহমেদ ফারুক।

অলংকরণ করেছেন বাংলাদেশের কবি পাবলো শাহি ও ভারতের শ্রীমতী টুটু সরকার।

সম্পাদক ফারুক আহমেদ জানান, দুই বাংলার মিলন প্রয়াসে নিয়মিত প্রকাশিত হয় ‘উদার আকাশ’। পত্রিকায় লেখা পাঠান। সংগ্রহ করুন। পড়ুন। সমৃদ্ধ হবে মনের আকাশ।

কলকাতার কলেজ স্ট্রিটে পাতিরাম, দে’জ পাবলিশার্স, নিউ লেখা প্রকাশনী ও মল্লিক ব্রাদার্সে ‘উদার আকাশ’ পত্রিকা ও প্রকাশনের গ্রন্থ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত