শিরোনাম :
কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা নওগাঁয় সিভিল সার্জন সম্মেলনকক্ষে ভিটামিন “এ” ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত  এবার সিরাজগঞ্জে কাভার্ডভ্যানে আগুন, পুড়লো সাড়ে ৭ হাজার পিচ মুরগির বাচ্চা সাভারে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ছেলের, বাবা হাসপাতালে শেখ আবেদ আলীসহ খুলনায় ৩টি আসনে আরও ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, অপেক্ষামান একটি সাতক্ষীরা -১আসনে নৌকা পেয়ে স্বস্তিতে নেই মাঝি  বড়াইগ্রামে ৭০০০ কৃষক পেলো কৃষি প্রণোদনা বড়াইগ্রাম পাট চাষী প্রশিক্ষণে নেই কোন চাষী! পলাশবাড়ী কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশুর মাটির সুরক্ষায় পুরুস্কার লাভ ঝিনাইদহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১
উপবালা হত্যা মামলার নেই কোনো অগ্রগতি, তীব্র ক্ষোভ এলাবাসীর

উপবালা হত্যা মামলার নেই কোনো অগ্রগতি, তীব্র ক্ষোভ এলাবাসীর

সুজন শেখ: দিনাজপুরের খানসামা উপজেলার আলোচিত উপোবালা হত্যার ১ বছর পেরিয়ে গেলেও ঘটনার রহস্য উন্মোচন ও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায়, তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত ২৯ জুলাই এই হত্যাকাণ্ডের ১ বছর পূর্ন হয়েছে। কিন্তু বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ী যাওয়ার পথে ধর্ষনের পর হত্যার শিকার উপবালার হত্যার বিচার তো দূরের কথা তদন্তই শেষ হয়নি।
থানা পুলিশের হাত ঘুরে তদন্তে ভার পরেছে বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে সেখানে মামলা গেলেও নেই কোনো অগ্রগতি।
২০২২ সালের ২৯ জুলাই উপজেলার টংগুয়া কুমারপাড়ার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি কাছাকাছি হওয়ায় সন্ধায় উপবালা ও তার মেয়েসহ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে হয় নির্যাতনের শিকার হয়। নিহত অবস্থায় ধানক্ষেত থেকে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে উপবালার। আহত অবস্থায় পরে ছিল তার ১০ বছরের মেয়ে বিপাশা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিপাশাকে ভর্তি করালে অবস্থার উন্নতি হয়।
উপবালা রায়ের ধর্ষনের পর হত্যার প্রতিবাদে উপজেলায় বেশ কয়েকবার হাজারো মানুষের উপস্থিতিতে মানববন্ধন ও ওই এলাকার হিন্দু ধর্মীয় সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা বর্জন করেও কোনো কাজ হয়নি। শুধুইকি পূজা বর্জন, নির্যাতিত বিপাশা মায়ের হত্যার বিচার দাবিতে মন্ডপে নিয়েছিলেন অবস্থান কর্মসূচি।
তৎকালীন সময়ে জনপ্রতিনিধিরা দ্রত সময়ে খুনিদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছিলেন। তদন্ত নিয়ে আস্থা হারালেও এখনো বিচারের আশা ছাড়েননি নিহতের পরিবার ও এলাকাবাসী।
মায়ের প্রসঙ্গে নির্বাক বিপাশার হয়ে কথা বলেন দাদু ও দিদিমা। যেকোনো মূল্যে এই হত্যার বিচার চান তারা। সর্বস্ব দিয়ে বিচারের জন্য লড়ে যাওয়ার কথাও জানালেন। তারা বলেন, এখন মনে হয় এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন না হওয়ার পেছনে সদিচ্ছার অভাব রয়েছে। আমাদের ধারণা, এর সঙ্গে এমন কেউ জড়িত, যাদের সামনে আনা যাচ্ছে না। তাই এত দিনেও কূলকিনারা হলো না। তারা আরও বলেন, এতদিন যাবত হত্যার আসামিকে শনাক্ত করে বিচারের আওতায় না এনে, আমাদেরকে দিচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। প্রশাসনের বিবেক এবং আইনের বিবেক বলতে কিছুই নেই। প্রশাসন তো আমাদের পাশে নাই, আমরা নিরীহ হয়ে গেছি, আমাদের জীবনে প্রথম এই এত বড় একটা দুর্ঘটনা, আমরা কি এই উপবালার নির্মম নির্যাতন হত্যার বিচার কি কোন দিনও পাবো না?
এই হত্যার পরে নিহতের স্বামী নিশান চন্দ্র রায় বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের নামে খানসামা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে নিহতের স্বামী নিশান রায় বলেন, রহস্য উন্মোচন ও জড়িতদের আইনের আওতায় না আনায় চরম হতাশায় ভুগছি। ১ বছর হয়ে গেলেও নিরুপায় হয়ে দিন কাটাচ্ছি। স্ত্রী হত্যার ন্যায় বিচার পেতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করতেছি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাস বলেন, আলোচিত এই হত্যাকান্ডের রহস্য উন্মোচনে সংশ্লিষ্ট দপ্তরের স্বদিচ্ছা কামনা করছি যেন সংখ্যালঘু পরিবারটি তাদের মেয়ে ও স্ত্রী হত্যার সঠিক বিচার পায়।
উপবালার বিষয়ে কথা হলে মামলার তদন্ত কর্মকর্তা দিনাজপুর পিবিআই এর উপ-পরিদর্শক (এসআই) রেজাউনুল হক বলেন, মামলা তদন্তাধীন রয়েছে আমার সিনিয়র স্যাররা এ বিষয়ে অবগত রয়েছেন। তাদের দিকনির্দেশনা অনুযায়ী বিভিন্ন দিক থেকে সঠিক তথ্য উদঘাটন করার চেষ্টা করছি। আমরা চাই তদন্তে যেন একজন নিরপরাধ মানুষেরও নাম না আসে। কেবল হত্যার সঙ্গে জড়িতরা ধরা পড়ুক। তাই তদন্তে একটু বিলম্ব হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত