রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান”
অজয় সরকার দুলু: ” মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান” এই শ্লোগান সামনে রেখে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ওভেন মেশিন অপারেটর প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো(বিএমইটি) এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহযোগীতায়, রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর আয়োজনে গতকাল সোমবার (২৭ জানুয়ারী) ০৩ মাস মেয়াদী ওভেন মেশিন অপারেটর প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান। এছাড়া প্রধান অতিথি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন জেলা, উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশিক্ষণ ভবন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি রংপুরের আতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান।
Leave a Reply