শিরোনাম :
ঝিনাইদহে দুই মাদক কারবারীর কারাদন্ড মধুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি  রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শীতের আগাম সবজি চাষে ব্যস্ত দিঘলিয়ার চাষিরা, শঙ্কিত প্রাকৃতিক দুর্যোগের  নওগাঁয় নিজের মেয়েকে ধর্ষণ করায় পিতার যাবজ্জীবন কারাদন্ড গোপালগঞ্জে ধর্ষকের আক্রমণে ক্ষতবিক্ষত নাবালিকা শিশু খুলনা মহানগরী ও উপজেলাগুলোতে অপ্রতিরোধ্য মাদক কারবারিরা মাগুরার মানুষের উদ্দেশ্যে প্রথম রাজনৈতিক বক্তব্যে যা বললেন সাকিব পাটকেলঘাটায় পাঁকা কলা রাসায়নিক পদার্থ ব্যবহার করে পাকানো হচ্ছে  ঢাকায় চাকরি করলেও কর্মসূচিতে নাম দিয়ে টাকা পকেটস্থ করেন ইউপি সদস্য
ওয়েব সিরিজ ‘ভ্রম’এ খোলামেলা দৃশ্যে ভূমিকা

ওয়েব সিরিজ ‘ভ্রম’এ খোলামেলা দৃশ্যে ভূমিকা

ভারতীয় অভিনেত্রী ভূমিকা চাওলা। ২০০০ সালে তেলেগু ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর তামিল, মালায়ালাম ও হিন্দি ভাষার অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

এদিকে প্রথমবার একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন ভূমিকা। হরর ঘরানার ‘ভ্রম’ নামে এ ওয়েব সিরিজে খোলামেলা দৃশ্যে দেখা যাবে ৪১ বছর বয়েসি এই অভিনেত্রীকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘এই ওয়েব সিরিজে খোলামেলা দৃশ্যে দেখা যাবে ভূমিকা চাওলাকে। সম্প্রতি এক প্রতিক্রিয়ায় ভূমিকা জানান, যদি গল্প ডিমান্ড করে তবে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই তার।’

হিন্দি ভাষার এই ওয়েব সিরিজ পরিচালনা করবেন সংগীত শিবান। এতে আরো অভিনয় করবেন—কালকি কোচলিন, সঞ্জয় সুরি, এজাজ খান, চন্দন রায়, সত্যদ্বীপ মিশরা প্রমুখ।

ভূমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রুলার’। তেলেগু ভাষার এ সিনেমায় আরো অভিনয় করেছেন—নান্দামুড়ি বালাকৃষ্ণা, বেদিকা, সোনালি চৌহান প্রমুখ। কে এস রবিকুমার পরিচালিত এ সিনেমা গত ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে। দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বলে এ প্রতিবেদনে জানা যায়।

অন্যদিকে ‘ভ্রম’ ওয়েব সিরিজের পাশাপাশি তামিল ভাষার একটি সিনেমার কাজ ভূমিকার হাতে রয়েছে। এতে আরো অভিনয় করছেন—স্টালিন, আতমিকা, সতীশ প্রমুখ। গত ফেব্রুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত