কর্তৃপক্ষ বনজ সম্পদ রক্ষায় ব্যর্থ, হরিণের মাংসসহ দুইজন আটক

কর্তৃপক্ষ বনজ সম্পদ রক্ষায় ব্যর্থ, হরিণের মাংসসহ দুইজন আটক

সৈয়দ জাহিদুজ্জামানঃ
বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেষে প্রকৃতির দান অপুর্ব ও প্রাকৃতিক নান্দনিকতায় ভরপুর বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন অবস্থিত। নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর এ সুন্দর বনে রয়েছে যেমন মূল্যবান বনজ বৃক্ষ সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গোল গাছসহ নানা জাতের গাছ। অপর দিকে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, বনমোরগ, বানরসহ নানা জাতের বন্য প্রাণী। পাশাপাশি রয়েছে মৌচাক। প্রকৃতি তার সৃষ্টিকে রক্ষা করে সামনের দিনগুলোতে আরো বিস্তার ঘটানোর জন্য যখন নানা অলৌকিক ঘটনার জন্ম দিয়ে চলেছে সেই মুহুর্তে বনদস্যু নামে একটা প্রভাবশালী সিন্ডকেট বনজ সম্পদকে ধ্বংসের হলিখেলায় মেতে উঠেছে। সুন্দরবন রক্ষার শত শত বনরক্ষী, কর্মচারী, কর্মকর্তার বলয়সহ নানা সেচ্ছাসেবি সংগঠন, রক্ষক কি ভক্ষক? শুধুই কি লোক দেখানো এটাই আজ বিজ্ঞমহলের জিজ্ঞাসা হয়ে দাঁড়িয়েছে। কারণ একটামহল গোলপাতা সংগ্রহে বনের নানা গাছ ধ্বংস করছে। অপর দিকে একটা চক্র বাঘের চামড়া বিক্রির জন্য বাঘ শিকার করছে। আবার কেউবা হরিণ শিকারে মাংস বিক্রির কাজে মাতোয়ারা। শিকারিরা বিচ্ছিন্নভাবে ধরা পড়লেও থামছেনা সুন্দরবন ধ্বংসের মহাৎসবের। দিন দিন বেড়েই চলেছে বন্যপ্রাণী শিকার। এরই ধারাবাহিকতায় হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবন বুড়িগোয়ালিনী স্টেশনের সদস্যরা। গত সোমবার সকালে শ্যামনগর উপজেলার মাহমুদপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১২ কেজি মাংস উদ্ধার করা হয়।
আটক হওয়া দুইজন হলো, সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মাহমুদ গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে আজাদ শেখ ও রুহুল আমিন গাজীর ছেলে রবিউল ইসলাম গাজী।
বন বিভাগ সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা শ্যামনগর থানা পুলিশের সহায়তায় সকাল ১০টার দিকে মাহমুদপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় হরিণের মাংস বিক্রির সময় আজাদ শেখ ও রবিউল ইসলামকে আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ১২ কেজি হরিণের মাংস ও একটি মাথা জব্দ করে বন বিভাগের সদস্যরা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাংস সহ দুই চোরা কারবারিকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুল ইসলাম বাদল বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগরে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত