সাইদুল ইসলাম, কাউনিয়া : রংপুরের কাউনিয়া উপজেলা সদরের রাজেন্দ্র বাজারের কাছে রংপুর – কুড়িগ্রাম মহাসড়কে নাইট কোচের চাপায় রবিবার সকাল ৮ টার দিকে মটর সাইকেল আরোহী তাজুল ইসলাম (৪৮) নামের এক পুলিশ সদস্য মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে, রবিবার সকাল ৮ টার দিকে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ফরাজী পাশা গ্রামের আব্দুস সালামের পুত্র পুলিশ কনেষ্টবল তাজুল ইসলাম (৪৮) মটর সাইকেল যোগে তার কর্মস্থল পীরগাছা থানায় যাওয়ার পথে কাউনিয়া উপজেলার রাজেন্দ্র বাজারের সন্নীকটে পৌঁছিলে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম গামী নাইট কোচ পিংকি পরিবহণ তাকে চাপা দিলে সে ঘটনা স্থলেই প্রাণ হারায়। পরে কাউনিয়া ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক বাসটি কে আটক করা সম্ভব হয়নি। ওসি মাসুমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply