সাইদুল ইসলাম কাউনিয়াঃ বিভিন্ন পত্রিকায় অদম্য মেধাবীদের গল্প শিরোনামে খবর প্রকাশিত হওয়ায় তাদের উচ্চ শিক্ষা অর্জনে এগিয়ে এলো দেলোয়ার -দিলরুবা ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় কাউনিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এস এস সি তে জিপিএ -৫ পাওয়া দরিদ্র অদম্য মেধাবী শিক্ষার্থীদের গত মঙ্গলবার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দেলোয়ার-দিলরুবা ফাউন্ডেশনের(ইউ এস এ) কান্ট্রি ডিরেক্টর মোঃ আলমগীর মোর্শেদ,বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক প্রত্যাশার আলোর প্রকাশক ও সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল,নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ ফকরুল ইসলাম রোকন,সাংবাদিক সাইদুল ইসলাম, জহির রায়হান প্রমূখ। এস এস সি তে জিপিএ-৫ পাওয়া ৮ জন অদম্য দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে প্রথম কিস্তির ৮ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে।
Leave a Reply