নিজস্ব প্রতিবেদনঃ স্কুলের ফান্ড থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট, একক রাজত্ব, তার উপরে কেউ কথা বলতে পারবেনা , নিজের ইচ্ছা স্বাধীন মতে চলাফেরা করেন কামারপাড়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খুরশিদ জাহান। স্কুলের সম্পাতি লুটপাট করে গাজীপুর টঙ্গি এলাকায় ৫ তলা বিশিষ্ট একটি বাড়ী ও আলিসান গাড়ি ব্যবহার করেন খুরশিদ জাহান। সহকারী শিক্ষিকা শাম্মী আক্তারকে যৌন হয়রানীর অভিযোগে শাম্মী আক্তার সানোয়ার ও জানেআলমের বিরুদ্ধে আদালতে মামলাও করেন, বর্তমানে মামলা তদন্তধীন আছে ডিবিপুলিশের কাছে। শিক্ষাবোর্ড থেকে তদন্তে লোকজন আসলে টাকা দিয়ে ধামাচাপা দিয়ে দেয় তাদের সকল অপকর্ম। শুধুই শাম্মী আক্তারই নয় মিথ্যা অপবাদ দিয়ে অনেক শিক্ষককে স্কুল থেকে বের করে দিয়েছেন খুরশিদ জাহান। তিনি পাপ করতে করতে তার পাপের পাল্লা অনেকটা ভারী হয়ে গেছে।স্কুল পড়ুয়া বাচ্চাকে মারধোর ও অকথ্য ভাষায় গালি গালাজ করায় বাচ্চাটি বাসায় গিয়ে আত্মহত্যা করেছে বলে জানান এলাকাবাসী । নাম না জানানোর সত্যে কিছু শিক্ষক শিক্ষিকা জানান নিজের ভাতিজা ভাগিনা ও আত্মীয়-স্বজন এনে স্কুলে চাকুরী দিচ্ছেন খুরশিদ জাহান। আমরা তার এই অপকর্ম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছি।আমরা প্রকাশ্যে কোনো কিছু বলতে পারছিনা, বলতে গেলে আমাদের অবস্থা শাম্মী আক্তার এর মত হয়ে যাবে। এই নাট্য মঞ্চের অভিনেতা শুধু খুশির জাহানি নন তার সাথে আরও বেশ কয়েকজন অসাধু শিক্ষক রয়েছে। সানোয়ার ও জানেআলম তাদের কাজ হচ্ছে গোয়েন্দা নজরদারি, কোন শিক্ষক কি করলো তা খুরশিদ জাহানকে বার্তা পাঠানো। টাকার অন্ধকার নেশায় খুরশিদ জাহান মনুষত্ববোধ হারিয়ে ফেলেছে । তাই সমাজে টাকার বিনিময়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে তিনি। তার জন্য কামারপাড়া স্কুল এন্ড কলেজের সুনাম নষ্ট হচ্ছে বলে জানান এলাকাবাসী। বিস্তারিত আসছে আগামী সংখ্যায় চোখ রাখুন।
Leave a Reply