গজনবী বিপ্লব:
নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জৈনপুর গ্রামের অন্তত ৩০-৩৫ জন কার্ডধারী টিসিবি (ট্রেডিং কপোরেশন অব বাংলঅদেশ) পণ্য পান না দীর্ঘদিন ধরে।
ভুক্তভোগীদের অভিযোগ সংশ্লিষ্ট মেম্বার তাদের কার্ড দিয়ে পণ্য তুলে বিক্রি করে দেন। ফলে সরকারিভাবে দেওয়া ন্যায্য মূল্যে পণ্য কেনার সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
ই্উনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, তেতুলিয়া ইউনিয়নের জৈনপুর ও আবদুল্লাহপুর এ দুটি গ্রাম নিয়ে গঠিত ৭ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে ২০৫ জন টিসিবি কার্ডধারী রয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পণ্য নেওয়ার সময় সুবিধাভোগীরা তাদের কার্ড সংশ্লিষ্ট ইউপি মেম্বারের কাছে জমা দিয়ে পণ্য নেবেন। পরে পুনরায় পণ্য দেওয়ার সময় হলে মেম্বার সেই কার্ড সুবিধাভোগীদের কাছে পৌছে দেবেন।
তবে তেতুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অন্তত ৩০-৩৫ জন সুবিধাভোগী গত ৪-৫ মাস ধরে কোন টিসিবি পণ্য পাচ্ছেন না। এমনকি পণ্য দেওয়ার আগে তাদের কার্ডটিও পৌছে দিচ্ছেন না সংশ্লিষ্ট মেম্বার। কার্ড চাইতে গিয়ে উল্টো নানা হয়রানির শিকার হয়েছেন তারা।
এ বিষয়ে জৈনপুর গ্রামের মায়া রানী বলেন, প্রথমে কিছুদিন পেয়েছি। এখন কয়েক মাস ধরে কার্ডও দেয়া না পণ্যও পাই না। কার্ড খুঁজতে গেলে মেম্বার বলে চেয়ারম্যানের কাছে যাও, আর চেয়ারম্যান বলে মেম্বারের কাছে যাও। তারা ঠেলা ধাক্কা করে কিন্তু পণ্য পাই না।
একই গ্রামের হোসনাহার বেগম বলেন, আমার নামে কার্ড আছে। কিন্ত চার মাস যাবত কোন পণ্য পাই না। মেম্বার কার্ড দেয় না। চাইলে বলে -কার্ড নাকি অন্য ওয়ার্ডে চলে গেছে। খুঁজে পায় না।
মো. পুতুল মিয়া বলেন, আমার নামে কার্ড আছে তবুও কয়েক মাস ধরে টিসিবি পণ্য পাই না। মেম্বারের কাছে চাইলে বলে কার্ড রুবেলের কাছে। রুবেল হলো তার (মেম্বার) সহযোগী। বেশি কিছু বললে মেম্বার ক্ষিপ্ত হয়, বলে পারলে আমার বিরুদ্ধে গিয়ে অভিযোগ করো।
আইমনা খাতুন, বলেন আমার ছেলে মাইন উদ্দিনের নামে কার্ড আছে টিসিবির কিন্তু পণ্য পাই না। শুরুতে ৩-৪ মাস পেয়েছি। গত কয়েক মাস ধরে কোন পণ্য পাই না। মেম্বার আমাদের কার্ডটিও দেয় না। মেম্বার বলে এ বিষয়ে চেয়ারম্যান জানে। আর চেয়ারম্যানের কাছে তিনি বলেন এসব মেম্বার জানে।
জৈনপুর গ্রামের ইয়াসিন মিয়া, রোজিনা আক্তার, জুলেখা আক্তার ও আমিনুল ইসলামসহ অনেকেই অভিযোগ করে বলেন, টিসিব চালু হওয়ার পর ২-৩ মাস পণ্য পেয়েছি। এরপর থেকে মেম্বার কার্ডও দেয় না, পণ্যও পাই না। কার্ড চাইতে গেলে মেম্বার নানাভাবে হয়রানি করে।
৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জৈনপুর গ্রামের হাবিবুর রহমান বলেন, এই ওয়ার্ডে অন্তত ৩০-৩৫ জন কার্ডধারী পণ্য পায় না। কিন্তু তাদের জন্য আসা পণ্যগুলেঅ তাহলে যায় কোথায়, কেন নেয় এসব? এসব অনিয়ম বন্ধ হওয়া উচিত।
তেতুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সোনা মিয়া বলেন, আমার ওয়ার্ডে ২৩ জন কার্ডধারী পণ্য পান না এটা সত্য। তাদের কার্ডগুলো খু্ঁজে পাচ্ছি না। তবে পরবর্তী সময়ে তালিকা দেখে স্লিপ তৈরি করে তাদের টিসিবি পণ্য দেওয়া হবে। যা হয়েছে সেটা ভুল হয়েছে। এমনটা আর হবে না। তবে পণ্য তুলে নিয়ে বিক্রি বা আত্মসাতের মতো ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি রোববার (৬ আগস্ট) বলেন, বিষয়টি অবহিত হয়ে মেম্বারকে ডেকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। কার্ড হারিয়ে গেলেও নামের তালিকা দেখে স্লিপ তৈরি করেও টিসিবি পণ্য দেওয়া যায়। এটা কোন সমস্যা নয়। পরবর্তীতে এমন ঘটনা আর ঘটবে না বলে মেম্বার কথা দিয়েছেন। এর পরে এমন ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, টিসিবির মাধ্যমে সরকার মানুষকে ন্যায্য মূল্যে পণ্য কেনার সুযোগ করে দিয়েছে। এই সুযোগ থেকে মানুষকে বঞ্চিত করলে ছাড় দেওয়া হবে না।
Leave a Reply