কালীগঞ্জে কৃষকের এক বিঘা পটল ক্ষেত কাটল দুর্বৃত্তরা

কালীগঞ্জে কৃষকের এক বিঘা পটল ক্ষেত কাটল দুর্বৃত্তরা

মাসুদ রানা ঃ
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের এক বিঘা জমির ধরন্ত পটল ক্ষেত কেটে সাবাড় করল দুর্বৃত্তরা। রোববার  দিবাগত মধ্য রাতে উপজেলার বারবাজার পিরোজপুর গ্রামের কৃষক রুহুল আমিনের ক্ষেতে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে ।
ক্ষতিগ্রস্থ কৃষক জানান, রোববার তার পটল ক্ষেতে কাজ শেষে বাড়ি আসেন। পরদিন  দুপুরে ক্ষেতে গিয়ে দেখেন কিছু পটল গাছের মাথা শুকুয়ে নুইয়ে পড়েছে। এরপর ক্ষেতের মাঝে গিয়ে দেখতে পান তার সব গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে।
তিনি জানান, পটল ধরার পর সবেমাত্র তিন হাট পটল বিক্রি করেছেন। কে বা কারা শত্রæতাবশত তার ক্ষেতে কেটে সাবাড় করেছে। এতে তার প্রায় আড়াই লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। পরে তিনি স্থানীয়দের পরামর্শে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, কৃষকের ক্ষেত কর্তনের ঘটনাটি দুঃখজনক। তিনি ওই কৃষককে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত