মোঃ মাসুদ রানাঃ
ঝিনাইদহের কালীগঞ্জে চাচাত ভায়ের হাতে আজিম (৪০) নামে এক মাইক্রোবাস চালক খুন হয়েছে। রোববার সন্ধ্যায় ইফতারির পর উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিম ওই গ্রামের রমজান আলীর পুত্র। পুলিশ এ হত্যাকান্ড ঘটনার মুলহোতা মেহেদি হাসানকে আটকের চেষ্টা করছে।
নিহতের পরিবার ও এলাকাবাসীদের সুত্রে জানা গেছে, বেথুলি গ্রামের ইসরাইল হোসেন ও সংরক্ষিত মহিলা মেম্বর নিলুফার ইয়াসমিন এর পুত্র মেহেদি হাসানের সাথে তার চাচাত ভাই আজিমদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে রোববার সন্ধ্যায় ইফতারির পর কথা কাটাকাটির এক পর্ষায়ে মেহেদী ধারালো অস্ত্র দিয়ে আজিমকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আজিমকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্লে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্য হত্যাকান্ডের খবরটি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে।
Leave a Reply