স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে আনসার বেগম (২৫) নামের এক রোহিঙ্গা নারী আত্মহত্যা করেছেন।শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।আনসার বেগম হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শিবির (ক্যাম্প নম্বর ০২১) ই ব্লকের ওমানি সাইডের সৈয়দ আমিনের স্ত্রী।হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) এসআই মশিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে স্বামীর অনুপস্থিতিতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আনসার বেগম। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান তিনি।স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কাজে বেরিয়ে পড়েন সৈয়দ আমিন। সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন, তার স্ত্রী গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের ভেতর ঝুলে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
Leave a Reply