শিরোনাম :
রূপগঞ্জে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের  লোডশেডিং, জনজীবন অতিষ্ঠ  কোনো স্বৈরাচারী সরকারই নিজেদের অস্তিত্ত্বকে টিকিয়ে রাখতে পারেনি: মির্জা ফখরুল মধুখালীতে ট্রেনে কাটা পরে একজনের আত্মহত্যা ফরিদপুরের নগরকান্দায়  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ঔষধ ব্যবসায়ীকে জরিমানা  যায়যায়দিনের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে  নীলফামারীর ডোমারে আলোচনা সভা খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত দে‌বিদ্বার পৌর নির্বাচন; নৌকার মনোনয়ন পেতে কেন্দ্রে যাচ্ছে ৮ নাম জরুরী বিজ্ঞপ্তি নেত্রকোণায় সাব রেজিষ্ট্রি অফিসে চলছে জাল দলিলের মহৎসব ; চলছে তদন্ত উত্তরায় বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন‘র ঢাকা অফিস উদ্বোধন
ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে —আইউব আলী ফাহিম

ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে —আইউব আলী ফাহিম

স্টাফ রিপোর্টার

লতা হারবাল গ্রুপের  চেয়ারম্যান আইউব আলী ফাহিম বলেছেন, দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে । তাদের দাঁড়িয়ে থাকার সুযোগ দিতে হবে। এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে ব্যবসা টিকিয়ে রাখার লক্ষে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে । গতকাল গাজীপুর মহানগরের পূবাইল মাঝুখান এলাকায় অবস্থিত লতা হারবাল গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম এর ৫২তমজন্মদিন উপলক্ষে নিজ কার্যালয়ে এক শুভেচ্ছা বিনিময়কালে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তিনি আরো বলেন,গাজীপুরে-৫আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি একজন ভালো মানুষ ।তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে । এসময় উপস্থিত ছিলেন লতা হারবাল গ্রুপের এক কর্মকর্তা মিজানুর রহমান।হারবাল গ্রুপের গাজীপুর মহানগরের আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব, ,৪০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী আঃ বাসেদ,যুবলীগ নেতা শাখওয়াত , মিয়া শামীম, ছাএলীগ নেতা হৃদয় মোল্লা, আসিকুর রহমান প্রমুখ। শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আইউব আলী ফাহিম নিজের কন্ঠে গান গেয়ে সবা্ইকে মুগ্ধ করেন।জন্মদিন উপলক্ষে লতা হারবাল কর্তৃপক্ষ অসহায় এতিমদের মাঝে খাবার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত