খালিয়াজুরীতে পাচারকালে সাড়ে সতেরো টন সরকারি চাল জব্দ, আটক ১

খালিয়াজুরীতে পাচারকালে সাড়ে সতেরো টন সরকারি চাল জব্দ, আটক ১

গজনবী বিপ্লব: নেত্রকোণার খালিয়াজুরি উপজেলা খাদ্য গুদাম থেকে অবৈধভাবে বিক্রয় হওয়া প্রায় সাড়ে সতেরো টন(৩৫৪ বস্তা) চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার রসূলপুর ঘাটে চালগুলো জব্দ করা হয়। এসময় নেত্রকোণা সদরের চল্লিশার এলাকার ফজর উদ্দিনের ছেলে লুৎফুর মিয়াকে আটক করা হয়।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার খালিয়াজুরি উপজেলা খাদ্য গুদাম থেকে সতেরো টন পাঁচশ চুয়ান্ন কেজি সরকারি চাল খালিয়াজুরি উপজেলা খাদ্য গুদাম থেকে করে ওই উপজেলার রসূলপুর ধনু নদের ঘাটে নেওয়া হয়। এসময় বিষয়টির স্থানীয়দের সন্দেহ হলে প্রশাসনকে জানানো হয়। পরে প্রশাসন গিয়ে চালগুলো জব্দ করে। সূত্র আরো জানায়, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, কবীর হোসেন, নগর ইউনিয়নের মহিলা সদস্য নমিতা রানী, কৃষ্ণপুর ইউনিয়নের শিউলী ভৌমিক, শামীম মিয়া খাবিখা প্রকল্পের সভাপতি হিসেবে চালগুলো তুলে বিক্রি করেছিলেন।
খবর পেয়ে খালিয়াজুরীর সহকারি কমিশনার (ভূমি) সামিন সারোয়ার রসূলপুর ঘাটে গিয়ে চালের বস্তাগুলি জব্দ করেন। জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেন বলেন, সরকারি গুদামের চাল ক্রয় বিক্রয়ের অনুমতি না থাকায় তা জব্দ করা হয়েছে। একই সাথে এক ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে খালিয়াজুরীর উপজেলা খাদ্য কর্মকর্তা রুবাইদুর রানা বলেন, চালগুলো খাবিখা’ প্রপ্রকল্পের চাল । এগুলো উপজেলা চেয়াারম্যান প্রকল্পের সভাপতিদের মাধ্যমে নিচ্ছিলেন। শুক্রবার বিকেলে এগুলো বের করা হয়েছে। নির্ধারিত ডিও’র মাধ্যমে চালগুলো বের হয়েছে। তারা বের করে কি করবে তা আমরা জানি না।

জানতে চাইলে খালিয়াজুরির উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বানি জব্বার বলেন, এই চালের ব্যাপারে আমি কিছুই জানি না। তবে শুনেছি, এগুলো খাবিখা প্রকল্পের চাল। প্রকল্পের সভাপতিরা তুলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত