নিজস্ব প্রতিনিধি: রাজধানির এনআরবি ব্যাংকের খিলক্ষেত উপশাখায় দশম বর্ষপূর্তির কেক কাটার মধ্য দিয়ে রবিবার বেলা ১১ টায় ব্যাংকিং কার্যক্রম শুরুহয় । এন আরবি ব্যাংকের দশম বর্ষপূর্তির কর্মকর্তা কর্মচারিদের নিয়ে কেক কাটেন খিলক্ষেত উপশাখার ব্রাঞ্চ ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া ।
এ সময় ব্রাঞ্চে গ্রাহক ও আমন্ত্রিত অথিতিদের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আজকের আলেকিত সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক ইমরান সিদ্দিকী রুবেল,বিউটিফুল বাংলাদেশ পত্রিকারসহ-সম্পাদক জান্নাতুল ইসলাম রবিন,ডাকবাংল ব্যাংকের খিলক্ষেত উপ শাখার ম্যানেজার তুষার আহমেদ বাদল , প্রিমিয়ার ব্যাংক খিলক্ষেত উপশাখার ম্যানেজার মামুনুর রহমান খিলক্ষেত এনআরবি ব্যাংক খিলক্ষেত উপশাখার সিনিয়র্এক্সিকিউটিভ মোঃ সাজেদুর রহমান,এ্যাসিস্টেন অফিসার মোঃ আরিফুল ইসলাম, এ্যাসিস্টেন অফিসার রিফাহ।্সানজিদা প্রমুখ । এ সময় বৈশ্বিক মন্দা কাটিয়ে আগামী দিনে এনআরবি ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখার আশা ব্যাক্ত করেন এন আরবি শাখা ব্যাবস্থাপক মোঃ গোলাম কিবরিয়া ।
Leave a Reply