সৈয়দ জাহিদুজ্জামানঃ
মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া খানাবাড়ী আশির উর্দ্ধ বয়সী বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মাহত্যা তা নিয়ে চলছে নানা গুঞ্জন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
নগরীর দৌলতপুর থানাধীন ১নং ওয়ার্ডের মহেশ্বপাশা উত্তর বনিকপাড়া খানাবাড়ীস্থ আশির উর্দ্ধ বয়সী রূপজান বিবির (৮১) রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃদ্ধার মৃত্যুর কারণ হত্যা না আত্মহত্যা তা নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।
পুলিশ ও এলাকাবাসী বলছে দরিদ্র ও অসহায় বৃদ্ধ মহিলাকে হত্যা করার মতো কোন কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। অপরদিকে প্রত্যক্ষদর্শী স্থানীয় একটি সূত্র বলছে নিহত রূপজান বিবির কপালের (বাম চোখের উপরে) বামপাশে আঘাতের চিহৃ আছে। তাছাড়াও গলায় ফাঁস দেওয়া, জিহ্বা বের হওয়া, গলায় কালো দাগ হওয়া যে আলামত তা লক্ষ্য করা যায়নি।
দৌলতপুর থানা পুলিশ নিহত বৃদ্ধা রূপজান বিবির মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। আজ মঙ্গলবার ময়নাতদন্তের কথা রয়েছে বলে জানা গেছে। জানা গেছে, মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া খানাবাড়ী এলাকার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারী হাসানের বাসার ভাড়াটিয়া স্বজনহীন দরিদ্র রূপজান বিবিকে গত ৮ মে সোমবার
সকাল ৯টার দিকে প্রতিবেশী শফিকের স্ত্রী বিলকিস বেগম খাবার দিতে গিয়ে দেখতে পায় রূপজান বিবি তার ঘরের সামনে সিড়ির উপর কুঁজো হয়ে রয়েছে। তিনি কাছে গিয়ে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশী নার্গিস বেগমকে ডেকে নিয়ে তার কাছে গিয়ে দেখতে পান শাড়ীর চিকন একটি পাইড় দিয়ে তার গলায় ফাঁস দেওয়া । তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সংশ্লিষ্ট থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। প্রতিবেশী শফিকের স্ত্রী বিলকিস বেগম জানায়, নিহত বৃদ্ধা রূপজান বিবির দুনিয়াতে কেহ নেই। তিনি মানুষের সাহায্য সহযোগিতায় চলতেন এবং একাই বাসায় থাকতেন। যে সময় তার মরদেহ পাওয়া যায় ঠিক তার দুই ঘন্টা আগে সকাল ৭টার দিকে রূপজান বিবিকে রাস্তার পাশে কুকুরকে খাবার দিতে দেখেছে অনেকে।
দৌলতপুর থানার এসআই রোকনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের কপালে একটি চিহৃ রয়েছে এলাকাবাসী বলছে এটি আত্মহত্যার সময় সিঁড়িতে পড়ে গিয়ে আঘাতের চিহৃ হতে পারে। নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
Leave a Reply