খুলনার বিএল কলেজ পুকুর থেকে উদ্ধারিত মরদেহের পরিচয় মিলেছে

খুলনার বিএল কলেজ পুকুর থেকে উদ্ধারিত মরদেহের পরিচয় মিলেছে

সৈয়দ জাহিদুজ্জামানঃ
খুলনার দৌলতপুর বিএল কলেজ পুকুর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। তিনি খালিশপুর নয়াবাটি এলাকার বাসিন্দা আমীর হোসেনের পুত্র মোঃ নাইমুর রহমান তন্ময়। তিনি দৌলতপুর দিবা নৈশ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল বলেন, গত মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধারের পর সিআইডি’র ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে দুপুরে আমরা তার পরিচয় নিশ্চিত হয়েছি। পরবর্তীতে তার পরিবারের সাথে যোগাযোগ করি। মৃত ওই যুবক খুলনা দৌলতপুর দিবা নৈশ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি গানবাজনা করতেন। পরিবারের মাধ্যমে আমারা আরও জানতে পেরেছি ওই যুবক নেশাগ্রস্থ ছিলেন। তবে তার মৃত্যুর কারণ ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না।
দৌলতপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আবু জাফর বলেন, তন্ময় ঈদের আগের দিন দুুপুর দেড়টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যান নি। তিনি নিখোঁজ ছিলেন। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে সব পরিস্কার হবে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত