খুলনায় ট্রেন-পিকআপ সংঘর্ষ, নিহত ১

খুলনায় ট্রেন-পিকআপ সংঘর্ষ, নিহত ১

জাহিদুজ্জামান:
খুলনা মহানগরীর খানজাহান আলী থানার আফিলগেট এলাকায় ট্রেন-পিকআপ সংঘর্ষে আফজাল শেখ নামক এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার(৭ মে) ভোরে নগরীর খানজাহান আলী থানা এলাকার আফিলগেট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল শেখ গোপালগঞ্জের মুনসুর শেখের পুত্র এবং পিকআপের হেলপার। এ ঘটনায় তার ভাই চালক নুর ইসলাম শেখ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বলেন, ভোরে আফিলগেট বাইপাস সড়কে চিলাহাটী থেকে ছেড়ে আসা রকেট ট্রেনের সঙ্গে মুরগি বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিসের সহায়তায় পিকআপ থেকে হেলপার আফজাল শেখ ও চালক নুর ইসলাম শেখকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সকালে সেখানেই মারা যান আফজাল শেখ। আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর গেটম্যান আত্নগোপনে আছেন।
খুলনা রেলওয়ে থানার ওসি মোল্লা খবির হোসেন বলেন, সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে গেছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আফিলগেট বাইপাস সড়কে তিনজন গেটম্যান ছিলেন। তবে ঘটনার পর কাউকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত