অজয় সরকার দুলু : রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেছেন, খেলাধুলা শারিরিক ও মানষিক বিকাশ ঘটায়। এজন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুষ্ঠু পরিবেশ তৈরী করে দিতে হবে। গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর আল-মদিনা ইন্সটিটিটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আল-মদিনা ইন্সটিটিউট রংপুরের প্রতিষ্ঠাতা ম্যানেজিং কমিটির সদস্য সাবেক উপাধ্যক্ষ এম এ বাকী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক পতœী মিজ নাজিরা বানু, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোসাম্মৎ শুকরিয়া পারভীন। স্বাগত বক্তব্য রাখেন আল-মদিনা ইন্সটিটিউট রংপুরের প্রধান শিক্ষক মাহবুবার রহমান। খেলা পরিচালনা করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক ক্রীড়া শিক্ষক ওবায়দুল্লাহ। সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম। খেলাধুলা ও মনোজ্ঞ ডিসপ্লে শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply