শেখ রাজীব হাসান:
গাজীপুরের টঙ্গীতে প্যারাডাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গত ০৬ই জানুয়ারি ২০২৩ ইং তারিখ আনুমানিক রাত ১০ টায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ডের সাতাইশ চৌরাস্তা বাজারের পিছনে ধড়পাড়া এলাকায়, এলাহি বক্স ও আতা মিয়া সহ আরো ৩০-৪০ টি দরিদ্র ও অসহায় পরিবারের ঘর ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যায়। এসময় প্যারাডাইজ স্পোর্টিং ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ রুবেল মন্ডল এর উদ্যোগে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্লাবের উদ্যোগে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের ঘর মেরামত করার জন্য ৫ বান টিন ক্রয়ের জন্য ক্লাব এর পক্ষ থেকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ও এ.এইচ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র এর সভাপতি মোঃ রাজিব হায়দার সাদিম, ৫১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী জালাল মাহমুদ টুটুল, স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন প্রিন্ট, ইল্যেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও প্যারাডাইজ স্পোর্টিং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply