গাজীপুরে এনা-পরিবহন ও কার্ভাডভ্যানের সংঘর্ষে নিহত ২

গাজীপুরে এনা-পরিবহন ও কার্ভাডভ্যানের সংঘর্ষে নিহত ২

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে যাত্রীবাহী বাস ও কার্ভাডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।

আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ন্যাশনাল পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাওয়াল উদ্যানের সামনে এনা পরিবহনের একটি বাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশ ভেঙে যায়। দুমড়েমুচড়ে যায় বাসটির সামনের অংশও। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস বলেন, কাভার্ডভ্যানের ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন। মরদেহ সরিয়ে রাস্তা সচল করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত