আরিফ খানঃ
গাজীপুর মহানগরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি কর্তৃক আয়োজিত মহাসমাবেশে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শাহাদাত হোসেন শাহীন নেতৃত্বে এক বিরাট মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলটি জয়দেবপুর শিববাড়ি হতে জয়দেবপুর রাজবাড়ি মাঠে গিয়ে সমাবেশে যোগদান করে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মোঃ ফকরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি স্বেচ্ছাসেবক দলের প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply