গাজীপুরে র‌্যাব-১ কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ আটক-২

গাজীপুরে র‌্যাব-১ কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ আটক-২

আরিফ খান :

র‌্যাব-১ গাজীপুর কর্তৃক গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন আমতলী কেরানীরটেক বস্তি এলাকা হতে ৫৮২৫ (পাঁচ হাজার আটশত পচিশ) পিস ইয়াবাসহ‌ দুই মাদক ব্যবসায়ী গ্ৰেফতার। গতকাল ২৮ নভেম্বর র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানি,‌ পোড়াবাড়ি ক্যাম্প,‌ গাজীপুরের একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে কতিপয় মাদক ব্যবসায়ী জিএমপি গাজীপুর এর টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিম পাড়া সাকিনস্থ রানীর বাড়ির সামনে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি গাজীপুর এর টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিম পাড়া সাকিনস্থ রানীর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর পৌছাইলে কতিপয় লােক র‌্যাবের উপস্থিতি দেখিয়া পালানাের চেষ্টাকালে ১। সুমাইয়া আক্তার রানী (৪০), স্বামী- মােঃ আলাউদ্দিন, পিতা-মৃত বাবুল খা, মাতা- আমেনা বেগম ওরফে বেবী, স্থায়ী সাং- আমতলী কেরানীর টেক, মরকুন পশ্চিম পাড়া, থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ২। মােঃ রাহুল (২১) পিতা-মােঃ কাইয়ুম, মাতা- সুমাইয়া আক্তার রানী, স্থায়ী সাং-দূর্গাপুর, থানা- আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, বর্তমান ঠিকানা- আমতলী কেরানীরটেক, মরকুন পশ্চিম পাড়া, থানা- টঙ্গীদ্বয়কে গ্ৰেফতার করেন। পালানাের কারণ জিজ্ঞাসা করিলে তাদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয়ের দখল হইতে ৫৮২৫ (পাঁচ হাজার আটশত পঁচিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ৩ (তিন) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আরাে জানায় যে, তারা দীর্ঘদিন যাবত টঙ্গী পূর্ব থানা এলাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় নিজ হেফাজতে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করে আসছে। গ্ৰেফতাকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত