নিজস্ব প্রতিনিধি: গাজীপুর বাসন ভূমি অফিসের ভারপ্রাপ্ত নায়েব মোঃ শফিকুল ইসলামের নিকট চাঁদা দাবি করে না পাওয়ায় তার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার ছড়াচ্ছে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তি। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।
জানা যায়, গতকাল বিকালে কিছু অনলাইন সাংবাদিক তেলিপাড়া মৌজার ৮১ শতাংশ জমি ভূমিদস্যুদের সঙ্গে যোগসাজশে আদালতের নামে মিথ্যা রায় দেখানোর মাধ্যমে নামজারি খারিজ করে দিয়ে হাতিয়ে নিয়েছেন ১ কোটি টাকা বলে অভিযোগ তোলে গাজীপুর বাসন ভূমি অফিসের নায়েব মোঃ শাফিকুলের বিরুদ্ধে। সেই টাকার ভাগ স্বরুপ নায়েবের নিকট ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাাঁদা না দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে বিভিন্নভাবে অপপ্রচার ছড়াচ্ছে তারা।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে শফিকুল বলেন, নামজারি আমি দেই না । নামজারি দেয় সদর এসিল্যান্ড আর নামজারি যদি দিয়ে থাকে তাহলে কাগজপত্র যাচাই বাছাই করেই দিয়েছে। আদালত আমার কথায় রায় দিবে এটা একটা হাস্যকর কথা। আদালত রায় দিলে কাগজপত্র দেখে যাচাই বাছাই করে দিয়েছে। মানুষ এত বোকা নয় যে, আমি চাইলাম আর আমাকে এক কোটি টাকা দিয়ে দিল, এটা একটা বানোয়াট মিথ্যা কথা। কিছু সাংবাদিক এসে তেলিপাড়া মৌজায় জমি বিক্রি হয়েছে এমন প্রসঙ্গে বিভিন্ন কথা বলে , আমার নিকট ২৫ হাজার টাকা দাবি করে। আমি না দেওয়ায় তারা আমার প্রসঙ্গে বিভিন্ন রটনা রটাচ্ছে। যদি আমি টাকা নিয়ে থাকি তাদের নিকট প্রমাণ থাকলে তাহলে নিউজ করুক। এ বিষয়ে জেলা প্রশাসন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি প্রমাণ করতে না পারে তাহলে আমি উনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব।
Leave a Reply