সুজল: আলহাজ্ব সাইফুল ইসলাম মোল্লা ব্যাক্তিগত জীবনে তিনি একজন জন দরদী সহমর্মি ও বন্ধুবৎসল নেডা।তিনি ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।তিনি রাজনৈতিক জীবনে ডার এলাকার একজন সফল ব্যাক্তিত্ব।সামাজিক ক্ষেত্রে তিনি তার বাবার নামে আলহাজ্ব শফিউদ্দিন ঈদগাহ মাঠ,এলাকার অশিক্ষিত বলয় থেকে অসহায় দরিদ্র শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করে সমাজে ধ্বনী ও দরিদ্রদের বৈসম্য দূর করার এক দৃপ্ত শপথ নিয়ে প্রতিষ্ঠা করেন আলহাজ্ব সফিউদ্দী স্কুল।যা দীর্ঘ দিনের ফলাফলে সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে।সমাজকে স্রোতের মূল ধারায় কিভাবে পরিচালিত করতে হবে এ-সম্পর্কে অগ্রগন্য ভূমিকা পালন করতে পারেন জনাব আলহাজ্ব সাইফুল ইসলাম মোল্লা। তার সম্পর্কে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বলেন, এসমাজের একজন জনদরদী নেতা হিসাবে আলহাজ্ব সাইফুল ইসলাম মোল্লার তুলনা হয় না।
Leave a Reply