নিজস্ব প্রতিনিধি: গতকাল ১৭ই-মার্চ-২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার সন্ধ্যা ৭.০০ ঘটিকা স্থানর ভোগড়া চৌধুরী বাউন্ডরি মাঠে চৌধুরী বাড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট – ২০২৩ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় যে দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন তার একটি শক্তিশালী ভোগড়া তরুন সংঘ একাদশ এবং অপরটি শক্তিশালী শাহাদাত একাদশ । বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেনঃ মোঃ নাহিদ চৌধুরী (বাবু ) বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন চৌধুরী ( মুসা ) বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এবং সফল কাউন্সিলর , ১৬ নং ওয়ার্ড , গাজীপুর সিটি কর্পোরেশন। সভাপতিত্ব করেনঃ মোঃ সোহেল সরকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ও শিক্ষানুরাগী ডিরেক্টর আবিদা হসপিটাল টঙ্গী। উদ্বোধক ছিলেন নাহিদ চৌধুরী বাবু বিষিষ্ট শিল্পপতি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেনঃ মোঃ রাজিব চৌধুরী বিশিষ্ট সমাজ সেবক ও স্থাপনা পরিচালক আর চৌধুরী এন্টারপ্রাইজ। সৌজন্যেঃ মোঃ শামিনুর ইসলাম পরিচালক পেগাসাস সুজ লিমিটেড , সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব আলহাজ্ব মুশফিকুর চৌধুরী শোভন বিশিষ্ট শিল্পপতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ সাংবাদিক এম, কাজল খান সভাপতি বাসন মেট্রো থানা প্রেসক্লাব, নির্বাহী সম্পাদকঃ দৈনিক আজকের আলোকিত সকাল, সদস্য জাতীয় সাংবাদিক সংস্থা (JSS)। আরো উপস্থিত ছিলেনঃ সাংবাদিক এম.হাসান, সাংবাদিক মেহেদী হাসান,সাংবাদিক এস.এম.জাহিদ হোসাইন, সাংবাদিক মুন্না, সাংবাদিক সুলতানা সরকার সহ বিশিষ্ট জনেরা।জমকালো আয়োজনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটি সফল করেন। অনুষ্ঠানটি সৌজন্যে ছিলেনঃ পেগাসাস সুজ লিমিটেড এবং শুভেচ্ছান্তের মোঃ আসিফ চৌধুরী, শ্বাসরুদ্ধকর এই কর টুর্নামেন্টের খেলা শেষে চ্যাম্পিয়ন টিম ভোগড়া একাদশ ও রানারআপ টিম শাহাদাত একাদশ কে শিরোপা তুলে দেন সভাপতি ও প্রধান অতিথি সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply