শামীম আহমদ তালুকদার, সুনামগঞ্জ থেকে:
বৃহত্বর সুনামগঞ্জের একমাত্র ইংরেজী মাধ্যমের স্কুল এন্ড কলেজ ছাতকের গোবিন্দগঞ্জস্থ ব্রিজ একাডেমিতে বার্ষীক ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। একাডেমির স্থায়ী ক্যাম্পাসের খেলার মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপি অনুষ্টিত এবারের আসর শেষ হয়। ক্রীড়া সপ্তাহ উপলক্ষে রং-বেরংয়ের পতাকা ও বেলুনে সাজানো হয় একাডেমির খেলার মাঠ।
পুরষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ বলেন, মানসিক উন্নয়নের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই আনন্দময় পরিবেশের সংস্পর্শে বেড়ে উঠলে শিশুর মন হয় উচ্ছল ও আনন্দমুখর। মনেরসতেজতা ও প্রাণময়তা বৃদ্ধিতে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি ব্রিজ একাডেমী ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে এক্সটা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি সব সময় গুরুত্ব দিয়ে আসছে। এর অংশ হিসাবে ছাত্র-ছাত্রীদের জন্য বার্ষীক ক্রীড়া সপ্তাহের আয়োজন করা হয়।
এবারের ক্রীড়া সপ্তাহ উপলক্ষে ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এ সব খেলাধুলার মধ্যে ছিল, চকলেট রেস, মিউজিক্যাল চেয়ার, মোরগের লড়াই, বল নিক্ষেপ, বেলুন ফুটানো, স্কিপিং, মারবেল রেসসহ ইত্যাদি প্রতিযোগীতা।
শেষে বিজয়ীদের গোল্ড ম্যাডল, সিলবার ম্যাডল পুরষ্কার বিতরন করেন একাডেমির প্রিনিসপাল মোস্তাক আহমদ। এ সময় একাডেমির শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply